ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ট্রেনে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নির্মাতার মৃত্যু

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০৫:৪৩ পিএম


loading/img
প্রয়াত নির্মাতা আরেফিন রূপম

ট্রেনে চড়ে শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন নির্মাতা আরেফিন রূপম। কিন্তু পথের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে দ্রুত ট্রেনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক চিকিৎসা দিতে এসে মৃত ঘোষণা করেন তাকে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মারা যান নির্মাতা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫০ বছর।

বিজ্ঞাপন

পরিবারের বরাত দিয়ে আরেফিন রূপমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফিরোজ খান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার ভোরে ট্রেনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরেফিন রূপম।

বিজ্ঞাপন

জানা গেছে,  বেশ কিছুদিন ধরেই হার্ট ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন এই নির্মাতা। নিয়মিত চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। 

আরেফিন রূপমের পারিবারিক নাম ইফতেখারুল আরেফিন। ২০০০ সাল থেকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ শুরু করেন তিনি।  ‘আজকের দেবদাস’, ‘রঙ্গিলা বাও’সহ একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছেন তিনি। তার  নাটকে কাজ করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ বহু অভিনয়শিল্পী।

প্রসঙ্গত, মৃত্যুর আগে ১৫ বছরের এক সন্তান ও স্ত্রী রেখে গেছেন আরেফিন রূপম। মঙ্গলবারই তাকে গ্রামের বাড়ি জয়পুরহাটে দাফন করা হয়েছে বলে জানান ফিরোজ খান।

বিজ্ঞাপন


আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |