পশ্চিমবঙ্গের সঙ্গীত জগতে পরিচিত নাম পৌষালী বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি থানায় দেখা যায় এই গায়িকাকে। গলা খুলে সেখানে গান করছেন তিনি। আর গান গাওয়ার পরেই থানাকে থেকে ছাড়া পান পৌষালী।
তবে হঠাৎ কেন থানায় যেতে হলো পৌষালী? এমন যেন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে গায়িকার ভক্তদের মনে। আর কেনই বা সেখানে গান গাইতে হলো তাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে থানার একটি ভিডিও শেয়ার করেছেন পৌষালী। ক্যাপশনে গায়িকা লিখেছেন, থানায় ধরে নিয়ে গিয়েছিল। গান শোনার পর ছেড়ে দিল।
ওই ভিডিওতে দেখা যায়, থানার সব পুলিশরা পৌষালী ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ থানায় বসে গান ধরেন তিনি। গায়িকার কণ্ঠে ‘আমার হাত বান্ধিবি পা বান্ধিবি’ শুনে রীতিমতো মুগ্ধ পুলিশবাহিনী। মূলত এরপরেই থানা থেকে ছাড়া পান পৌষালী।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এপ্রসঙ্গে পৌষালী বলেন, জানালেন, এটি হল তার জীবনে ঘটে যাওয়া মিষ্টি ঘটনা। মালদহের এসআই মেনকা আমার গানের অন্ধ ভক্ত। তিনি মালদহ শহরের যেখানেই অনুষ্ঠান করতে যান না কেন, কাজের ফাঁকে ঠিক আমার সঙ্গে দেখা করে আসেন। এবারও সেখানকার গাজোল অঞ্চলে অনুষ্ঠান করতে গেলে বৃষ্টির কারণে আর পারফর্ম করা সম্ভব হয়ে ওঠেনি।
গায়িকা আরও বলেন, সেখানে উপস্থিত হয়েছিলেন মেনকা। তিনিই তখন আমাকে জানায়, থানার অনেকেই নাকি আমার গান ভীষণ পছন্দ করেন। মূলত সেই অপরাধেই থানায় যেতে হয় আমায়। পরে তাদেরকে খুশি করতে মন খুলে গান গান গাই আমি। এটা আমার জন্য অন্য রকমের অভিজ্ঞতা।
সূত্র : আনন্দবাজার