থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ০৮:৫৮ পিএম


থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ফাইল ছবি

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে আসা এক সেবাপ্রার্থীর কাছ থেকে ঘুষ নিয়েছেন নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। এ কাজটি তিনি করেছেন থানার ভেতরে বসেই। পুলিশ কর্মকর্তার এ ঘুষ গ্রহণের একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভিডিওটি ভাইরালও হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  

এক মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কাগজপত্র দিতে আসা এক সেবাপ্রার্থী সদর থানা পুলিশের এসআই আমিনুল ইসলামের সঙ্গে হাত মেলানোর ছলে ঘুষ দেন। সঙ্গে সঙ্গে তা গ্রহণ করে ড্রয়ারে রেখেও দেন সেই কর্মকর্তা। 

বিজ্ঞাপন

ভিডিওটি ধারণকারী অপর ভুক্তভোগী মামুন হোসেন জানান, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিনি তার পরিচিত মোবারক হোসেনের হয়ে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে থানায় যান। এ সময় থানার ভেতরেই ক্লিয়ারেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম তার কাছে ঘুষ দাবি করেন। এ সময় অন্য এক আবেদনকারীর কাছ থেকে ঘুষ গ্রহণের একটি ভিডিও ধারণ করে রাখেন তিনি। পরে পুনরায় তার কাছে ঘুষ দাবি করলে প্রতিবাদ করে থানা থেকে বেরিয়ে মামুন হোসেন ও তার সঙ্গী মোবারক হোসেন। আবেদনকারী মোবারককে এরপর বার বার ফোন করে ঘুষ দাবি করেন ওই এসআই। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ভিডিওটি আমাদের নজরেও এসেছে। ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে এবং ভুক্তভোগীর সঙ্গে কথা হয়েছে। অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission