ঢাকাশনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সেন্সর পেল ঈদের দুই সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪ , ০৩:২৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় আছে একগুচ্ছ সিনেমা। ঈদ মানেই প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়। প্রিয় তারকার সিনেমা দেখতে রীতিমতো হলে ভিড় জমায় দর্শক। আর সিনেমাপ্রেমীদের ঈদ আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে ইতোমধ্যে শুরু হয়ে গেছে সিনেমা মুক্তির সকল প্রচারণা। সেই সঙ্গে রয়েছে সেন্সর ছাড়পত্র নেওয়ার তোড়জোড়ও।

বিজ্ঞাপন

সেই মিছিলে যোগ দিল মুক্তি প্রতীক্ষিত দুই সিনেমা ‘কাজল রেখা’ ও ‘লিপস্টিক’। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল—  সেন্সর না পাওয়ায় পিছিয়ে যেতে পারে দুটি সিনেমার মুক্তি। 
তবে সেসব গুঞ্জনকে পাত্তা না দিয়ে অবশেষে সেন্সর পেয়ে গেল সিনেমা দুটি। এখন আর চলচ্চিত্র দুটি মুক্তিতে কোনো বাধা নেই। সিনেমাগুলোর সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের অন্যতম সদস্য খোরশেদ আলম খসরু।

‘কাজল রেখা’ সিনেমার নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, কেন এমন গুজব ছড়াল সে বিষয় আমার জানা নেই। শুধু বলব, বিষয়গুলো মিথ্যা। ঈদে সিনেমাটি মুক্তি না পেলে, আমরা নিজেরই আনুষ্ঠানিকভাবে সেটা জানাতাম। এখন অফিশিয়ালি জানাচ্ছি, আনকাট সেন্সর পেয়েছে ‘কাজল রেখা’। ঈদেই আসছি আমরা।     

বিজ্ঞাপন

মূলত ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এর প্রধান দুটি চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তীকে। এছাড়া আরও রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে সরকারি অনুদানের এই চলচ্চিত্রটি।

অন্যদিকে সেন্সর ছাড়পত্র পেয়েছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। সংবাদটি পেয়েই নিজের ফেসবুকে শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

দেশের এক গনমাধ্যমে সিনেমাটি প্রসঙ্গে আদর বলেন, আজ ‘লিপস্টিক’র সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। ইনশাআল্লাহ আমাদের ‘লিপস্টিক’ ঈদেই মুক্তি পাচ্ছে।    

বিজ্ঞাপন

রোমান্টিক থ্রিলার গল্পের ওপর নির্মিত হয়েছে ‘লিপস্টিক’। সিনেমাটির গল্পে দেখা যাবে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসে বুচি নামের গ্রামের এক কিশোরী । একটা সময় নায়িকা হয়েও যায়। কিন্তু এরপরেই শুরু হয় তার অন্য এক জীবন। 

‘লিপস্টিক’ নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমায় পূজা-আদর ছাড়া আরও অভিনয় করেছেন পরিচালিত আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


মায়ের জন্য খাইয়েছেন মুসল্লিদের, বিল নেননি রেস্তোরাঁয়

আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ০৬:৫৯ পিএম


মায়ের জন্য খাইয়েছেন মুসল্লিদের, বিল নেননি রেস্তোরাঁয়
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। দুর্দান্ত গল্পে সাবলীল অভিনয়ে অল্প সময়ের মধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের শুরুতে দাপটের সঙ্গে বড় পর্দায় নিয়মিত দেখা গেলেও বর্তমানে অনেকটা অনিয়মিত এই নায়ক। শুরু করেছেন ব্যবসা। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেতা। সেখানেই আজ হঠাৎ প্রয়াত মা-বাবার কাছে ক্ষমা চাইলেন ওমর সানী। কিন্তু কেন?

শুক্রবার  (২৩ মে) ওমর সানীর মা মনোয়ারা বেগমের ২৫তম মৃত্যুবার্ষিকী। তার বাবার নাম মো. মজিবর রহমান। ফেসবুকে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। এই দিনে আমি এতিম হয়েছি। আমার মা আমার বাবা, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সেবা করতে পারিনি, আল্লাহ, সমস্ত কিছুর মালিক আপনি।

বিজ্ঞাপন

এদিকে, মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মানিকগঞ্জের আরঙ্গবাদের একটি মসজিদে মুসল্লিদের খাইয়েছেন ওমর সানী। তাদের কাছেও মায়ের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, এদিন জুমার নামাজের পর যারা তার রেস্তোরাঁয় খেতে গেছেন, তাদের কাছ থেকেও খাবারের দাম নেননি সানী। 

মানিকগঞ্জ থেকে ওমর সানী আরটিভিকে বলেন, মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

এদিকে গত ৬ মে ছিল ওমর সানীর জন্মদিন। ঘটা করে দিনটি উদযাপন করেননি তিনি। সেদিন ওমর সানী বলেন, বাবা-মায়ের কাছে আমি কৃতজ্ঞ। তাদের কল্যাণে আমি পৃথিবীতে আসতে পেরেছিলাম। এ মাসে একটা মিশ্র অনুভূতি কাজ করে আমার মধ্যে। এ মাসের ২৩ তারিখে আমার মা মারা গেছেন। তাই এই মাসটা আমার জন্য দুঃখের। এই মাসেই আবার আমার জন্মদিন, তাই সুখেরও। এই মাসে আমি কোনো পারিবারিক অনুষ্ঠান রাখি না, রাখবো না। যতদিন বাঁচবো, ততদিন রাখবো না।

বিজ্ঞাপন

ওমর সানী ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’ এবং ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

আরটিভি/একে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


এবার আসছে থান্ডারবোল্টস

আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ০৬:৫৮ পিএম


থান্ডারবোল্টস
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে অগণিত ভক্ত-দর্শকদের কাঙ্খিত দিনটি চলে এসেছে। ২৩ মে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে মার্ভেল স্টুডিওর নতুন সিনেমা ‘থান্ডারবোল্টস’। এই সিনেমাটি নিয়েও দর্শকদের যথেষ্ট কৌতুহল লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স-এর পঞ্চম ধাপের শেষ চলচ্চিত্র ‘থান্ডারবোল্টস’। গত ২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ছবিটি দর্শক সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডায় ৭৬ মিলিয়ন ডলার আয় করেছে এই ছবি, যা গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমের জন্য একটি শক্তিশালী সূচনা। 

আন্তর্জাতিকভাবে এটি ৮৬.১ মিলিয়ন ডলার আয় করেছে, ফলে মোট বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৬২ মিলিয়ন ডলার। সমালোচকরা এই সিনেমার প্রশংসা করেছেন এর গভীর চরিত্র বিশ্লেষণ, মনস্তাত্তি¡ক থিম এবং অভিনয়ের জন্য। বিশেষ করে ফ্লোরেন্স পিউ এবং সেবাস্টিয়ান স্ট্যানের অভিনয় উল্লেখযোগ্য। 

বিজ্ঞাপন

রটেন টমেটোস: সমালোচকদের ৮৮% ইতিবাচক রিভিউ দিয়েছে, যা ২০২১ সালের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পর সর্বোচ্চ। সিনেমাস্কোর: দর্শকরা সিনেমাটিকে ‘এ’ রেটিং দিয়েছে। মেটাক্রিটিক: সমালোচকদের গড় স্কোর ৬৮, যা সাধারণত অনুকূল হিসেবে বিবেচিত। সমালোচকরা ফ্লোরেন্স পিউঘের অভিনয়কে বিশেষভাবে প্রশংসা করেছেন। ইইঈ ঈঁষঃঁৎব এর মতে, সিনেমাটি চরিত্রভিত্তিক এবং আবেগপ্রবণ, যা সা¤প্রতিক মার্ভেল সিনেমাগুলোর তুলনায় ভিন্নধর্মী।

এরিক পিয়ারসন এবং জোয়ানা ক্যালোর চিত্রনাট্য থেকে ছবিটি পরিচালনা করেছেন জ্যাক শ্রিয়ার। এতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পু, সেবাস্তিয়ান স্ট্যান, ওয়াট রাসেল, ওলগা কুরিলেনকো, লুইস পুলম্যান, জেরাল্ডিন বিশ্বনাথন, ক্রিস বাউয়ার, ওয়েন্ডেল পিয়ার্স, ডেভিড হারবার, হান্না জন-কামেন এবং জুলিয়া লুই- ড্রেফাস। ছবিতে একদল অ্যান্টিহিরো একটি মারাত্মক ফাঁদে আটকা পড়ে এবং একটি বিপজ্জনক মিশনে একসাথে কাজ করতে বাধ্য হয়।  একটি অস্বাভাবিক সুপারহিরো দলের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি, যারা মূলত অ্যান্টিহিরো বা বিতর্কিত অতীতের চরিত্র।

ছবিতে দেখা যায় যে ইয়েলেনা বেলোভা, বাকি বার্নস, রেড গার্ডিয়ান, ঘোস্ট, টাস্কমাস্টার এবং জন ওয়াকার এই ছয়জন অ্যান্টিহিরো একটি মারাত্মক ফাঁদে পড়ে যায়, যা তৈরি করেছে ভ্যালেন্টিনা অ্যালেগ্রা দে ফন্টেইন। এই ফাঁদ থেকে বাঁচতে তারা একটি বিপজ্জনক মিশনে অংশ নিতে বাধ্য হয়, যেখানে তাদের নিজেদের অতীতের অন্ধকার দিকগুলোর মুখোমুখি হতে হয়। 

বিজ্ঞাপন

এই দলের সদস্যরা একে অপরের প্রতি অবিশ্বাসী এবং নিজেদের মধ্যে দ্ব›দ্বপূর্ণ, কিন্তু সময়ের সাথে সাথে তারা একটি দল হিসেবে একত্রিত হওয়ার চেষ্টা করে। এই সিনেমাটি মার্ভেল স্টুডিওর একটি নতুন দিক নির্দেশ করে, যেখানে তারা অ্যান্টিহিরোদের মনস্তাত্তি¡ক দিক এবং তাদের অতীতের ট্রমা নিয়ে কাজ করেছে। এটি মার্ভেলের পূর্ববর্তী কিছু সিনেমার তুলনায় আরও গভীর এবং সংবেদনশীল। এটি তাদের অতীতের ভুল, গ্লানি এবং মুক্তির গল্প। যারা মার্ভেলের নতুন দিক দেখতে চান এবং চরিত্রের গভীরতা উপভোগ করেন, তাদের জন্য এটি একটি অবশ্যই দেখার মতো সিনেমা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


‘মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম’

আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ০২:৫১ পিএম


‘মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম’
নায়িকা নুসরাত ফারিয়া

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। কয়েক দিনের ধকলে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অনেকটা এমনই বুঝাতে চেষ্টা করেছেন নুসরাত ফারিয়া।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট বলেন, আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, interview নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে—ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।

দুঃখ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই পরিস্থিতিতে কারো সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব।

বিজ্ঞাপন

সেই সময়কার দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে ফারিয়া আরও বলেন, গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।

সবার প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সকলের প্রতি—আপামর জনসাধারণ, প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের, যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক।

খুব শিগগিরই দেখা হবে জানিয়ে তিনি বলেন, আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শিগগিরই আবার দেখা হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৮ মে  দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে অভিনেত্রীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


ঐশ্বরিয়ার গলায় ৫০০ ক্যারেটের এই চুনির মালার দাম কত?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ১০:০০ এএম


ঐশ্বরিয়ার গলায় ৫০০ ক্যারেটের এই চুনির মালার দাম কত?
ঐশ্বরিয়া রায়। ছবি: এএফপি

কান চলচ্চিত্র উৎসবে সবসময় পাশ্চাত্যের পোশাকে দেখা যায় ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে। এবারও তার ব্যতিক্রম নয়। পোশাক শিল্পী মণীশ মালহোত্রার সোনা-রুপার জরি দিয়ে কারুকাজ বেনারসিতে সেজেছিলেন তিনি। 

বিজ্ঞাপন

শাড়িতে যেমন গয়নার আধিক্য ছিল তেমনই ছিল গলায় চুনি হীরার গয়নার মালা। আর এসব বিরল গয়নার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।

ঐশ্বরিয়ার সাদা শাড়িটি হাতে বোনা ‘কড়ওয়া’ বেনারসি শাড়ি। ‘কড়ওয়া’ বেনারসির সবচেয়ে কঠিন বুনন পদ্ধতি। সে কারণেই বেনারসির নাম ‘কড়ওয়া’। পোশাক শিল্পী মণীশ নিজেই জানিয়েছেন শাড়িটিতে রুপা এবং রোজ গোল্ডের জরি ব্যবহার করে বুটিগুলো বোনা হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সেই সোনা-রুপার জরির ওপর বুনে দেওয়া হয়েছে সূক্ষ জারদৌসি কাজ। শাড়িতে নাটকীয়তা আনার জন্য জুড়ে দেওয়া হয়েছে একটি দুধ সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না। এ শাড়ির সঙ্গে ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা এবং একটি বড় হিরের গয়না পরেছিলেন ঐশ্বরিয়া। হাতে ছিল চুনির আংটি। 

বিজ্ঞাপন

জানা গেছে, চুনির হারগুলো প্রতি ক্যারেট মাথাপিছু মূল্য ২০,০০০ থেকে প্রায় ১ লাখ রুপি। ফলে অনুমান করাই যাচ্ছে ৫০০ ক্যারেটের চুনির মালাগুলোর দাম কয়েক কোটি টাকা।

এ ছাড়াও শাড়িতে ব্যবহৃত সোনা গুলি সবই প্রায় ১৮ ক্যারেটের। মোটামুটি বাজার দর অনুযায়ী ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম প্রায় ৭১ হাজার রুপির কাছাকাছি। সব মিলিয়ে কানের লাল গালিচায় পোশাকে প্রায় কয়েক শো কোটি খরচ করেছেন বচ্চন বধূ।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে যাতায়াত ঐশ্বরিয়া রাইয়ের। প্রথম বছর শাড়িতেই সেজেছিলেন অভিনেত্রী। তারপর কেটে গিয়েছে ২৩ বছর। 

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |