• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

জুটি বাঁধলেন হৃদয় খান-ন্যান্সিকন্যা রোদেলা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ এপ্রিল ২০২৪, ১৫:৪১
হৃদয় খান ও রোদেলা
হৃদয় খান ও রোদেলা

হৃদয় খানের সঙ্গে বহুবার জুটি বেঁধেছেন সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মায়ের পর এবার এই গায়কের সঙ্গে জুটি বাঁধলেন ন্যান্সিকন্যা রোদেলা। ইতোমধ্যে সঙ্গীতাঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।

এবার ‘হোক বদনাম’ শিরোনামের একটি গানে হৃদয়ের সঙ্গে দেখা যাবে রোদেলাকে। এসএ হক অলীকের কথায় গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন গায়ক নিজেই। ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি।

গানটি নিয়ে হৃদয় বলেন, রোদেলা খুব ট্যালেন্টেড একজন গায়িকা। আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সে ভালোই করতে থাকবে। ‘হোক বদনাম’ গানটি সে অসাধারণ গেয়েছেন। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে গানটি।

রোদেলা বলেন, হৃদয় আঙ্কেলের সঙ্গে প্রথম জুটি বেঁধে গান করলাম। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ আমার মা তার সঙ্গে জুটি বেঁধে অনেক গানই গেয়েছে। আমার পছন্দের তালিকাতেও রয়েছে তাদের গান। এবার আমি নিজেই গান করলাম তার সঙ্গে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

এদিকে হৃদয়-রোদেলার গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যান্সিও। কারণ মেয়ের আগে হৃদয়ের সঙ্গে একাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি নিজেও। এবার এই গায়কের সঙ্গে কণ্ঠ মেলালেন ন্যান্সিকন্যা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়