মা দিবসে রুনা খানের আবেগঘন বার্তা
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে বেশ কিছু নাটক-সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ৪১ বছর বয়সে এসেও রুপের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। আজ ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন রুনা।
রোববার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন তিনি। প্রকাশ করেছেন মাকে নিয়ে কিছু অনুভূতি।
রুনার পোস্টটি পাঠকদের সুবিধার জন্য হুবহু তুলে ধরা হলো—
তার সঙ্গে আমার বয়সের পার্থক্য কুড়ি বছর। প্রথম ছবিটা আমি ক্লাস সেভেনে পড়াকালীন সময়ে তোলা। সে সময় সবাই আমাদের দুজনকে দেখে বলত— তোমরা কি দুজন বোন?
আমি বুড়ো হয়ে গেলাম, সে এখনও তরুণী। বয়সের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য-তারুণ্য বাড়ছে। ধৈর্য, মানবিকতা, আধুনিকতায় তোমার মতো স্বশিক্ষিত মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক-রুচিবোধসম্পন্ন, উদার, অপূর্ব সুন্দর মানুষ আম্মা। সুস্থ থাক, এমনই সুন্দর থাক, ভালোবাসা। ‘হ্যাপি মাদারস ডে’ আম্মা।
মন্তব্য করুন