ঢাকা

বান্ধবীর সংসার ভেঙে তারই স্বামীকে বিয়ে করেছেন মালাইকার বোন!

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ , ০৭:২৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার ছোট বোন অমৃতা আরোরা। বলিউড অভিনেত্রী হিসেবে খুব বেশি সিনেমায় দেখা যায়নি তাকে। তবে বোন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ছিলেন বলে বলিউডে যাতায়াত ছিল অমৃতার। নায়িকার বন্ধু তালিকায় ছিলেন কারিনা কাপুর, কারিশমা কাপুরের মতো তারকারা। যাদের সঙ্গে প্রায়শই বিভিন্ন পার্টি মাতাতে দেখা যেত তাকে। তবে এই নায়িকার ব্যক্তিজীবন বেশ আলোচিত অন্য একটি কারণে। অমৃতার বিরুদ্ধে অভিযোগ, বান্ধবীর সংসার ভেঙে তারই স্বামীকে বিয়ে করেছেন তিনি। 

বিজ্ঞাপন

২০০২ সালে ‘কিতনে দূর কিতনে পাস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় অমৃতার। প্রথম ছবি খুব বেশি ব্যবসা করতে পারেনি। সিনেমা দিয়ে আলোচনা সৃষ্টি না করতে পারলেও পরকীয়ার অভিযোগে সংবাদের শিরোনাম হন তিনি। 

২০০৯ সালে শাকিল লাদাককে বিয়ে করেন অমৃতা। শাকিল ছিলেন অমৃতার কলেজে পড়ার সময়কালীন বন্ধু। পরবর্তীতে নিশাকে বিয়ে করেন তিনি। নিশার সঙ্গেও বন্ধুত্ব ছিল অমৃতার। তবে নিশার সঙ্গে সংসারে ফাটল ধরার পর শাকিলের স্ত্রী দাবি করেন, অমৃতার সঙ্গে স্বামীর সম্পর্কের কারণেই তাদের সংসার ভেঙে গেছে। 

বিজ্ঞাপন

২০০৬ সাল নাগাদ বন্ধুর স্বামী শাকিলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অমৃতার। সে সময় শাকিল এবং নিশার সংসারে অশান্তি শুরু হয়। অবশেষে ২০০৮ সালে নিশার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় শাকিলের। বিচ্ছেদের পরের বছরই অমৃতার গলায় মালা দেন তিনি। 

এরপরই নিশার অভিযোগ সত্য প্রমাণ হয় ভক্তদের কাছে। বান্ধবীর সংসার ভেঙে তারই স্বামীকে বিয়ের জন্য এখনও দোষারোপ করা হয় মালাইকার ছোট বোনকে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |