• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

২৫ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করেছেন অভিনেতা সুদীপ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ জুন ২০২৪, ১৭:৪১
সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের ছোটপর্দার জনপ্রিয় মুখ সুদীপ মুখোপাধ্যায়। শ্রীময়ী সিরিয়ালে অনিন্দ্য ও জুন আন্টির রসায়ন দারুণভাবে জনপ্রিয় হয়েছিল। টলিউড থেকে টেলিভিশন সর্বত্রই এই অভিনেতার পরিচিতি রয়েছে। বর্তমানে তিনি অভিনয় করছেন বধুয়াঁ ও রোশনাই দুটি ধারাবাহিকে। তবে অভিনয়ের বাইরেও এই তারকা আলোচনায় থাকেন ভিন্ন একটি কারণে। প্রায়শই স্ত্রীকে নিয়ে সংবাদের শিরোনাম হন তিনি।

সম্প্রতি সুদীপের স্ত্রী পৃথা সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে আদুরে মুহূর্তে ধরা দিয়েছেন স্বামী-স্ত্রী। ছবিতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে আছেন সুদীপ তার কোলে বসে পৃথা। স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছেন অভিনেতা।

টেলি দুনিয়ায় সুদীপ ও পৃথা সুখী দম্পতি হিসেবেই পরিচিত। তাদের দুজনের বয়সের পার্থক্যটা চোখে পড়ার মতো। তবে বয়সের সেই ফারাক নিজেদের ভালোবাসায় কখনো বাঁধা হয়ে দাঁড়ায়নি।

সুদীপের সঙ্গে পৃথার বয়সের পার্থক্য ২৫ বছর। ভালোবেসে বিয়ে, অভিনেতার দিকে ভালোবাসার হাত বাড়িয়েছিলেন পেশায় নৃত্যশিল্পী পৃথা। তার নাচের জাদুতে মুগ্ধ হয়েই মন হারান সুদীপ। যদিও সুদীপের এটা দ্বিতীয় বিয়ে। সুদীপের প্রথম স্ত্রীও বিনোদন জগতের সঙ্গেই যুক্ত।

দ্বিতীয় সংসারে দুইটি পুত্র সন্তান রয়েছে এই দম্পতির। চারজনে মিলে সুখের সংসার টলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত এই জুটির ২০২২ সালে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চেই নিজেদের দাম্পত্যের অজানা কথা তুলে ধরেছিলেন সুদীপ-পৃথা। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ইন্দ্রানী হালদারের বিপরীতে অভিনয়ের পর ‘অনিন্দ্য’ রূপে সুদীপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ভক্তেরা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর সঙ্গে লড়ছেন শাহরুখের ‘ডানকি’ সিনেমার অভিনেতা
অভিনেতার রহস্যজনক মৃত্যু
শুটিংয়ে বন পুড়িয়ে বিপাকে অভিনেতা
ফ্ল্যাট থেকে অভিনেতার মরদেহ উদ্ধার