হাসপাতালে নেওয়ার পথেই জনপ্রিয় অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ , ০৪:০৭ পিএম


হাসপাতালে নেওয়ার পথেই জনপ্রিয় অভিনেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

ফের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। মারা গেছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজেশ। বৃহস্পতিবার (২৯ মে) হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বিষয়টি অভিনেতার পরিবার নিশ্চিত করেছে। 

বিজ্ঞাপন

অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক নেমে এসেছে সিনেমাপাড়ায়। অভিনেতার সহকর্মী এবং অনুরাগীরা রাজেশের মৃত্যুতে শোক জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ মুহূর্তে অভিনেতার মরদেহ চেন্নাইয়ের রামপুরমে নিজ বাসভবনে রাখা হয়েছে। জনসাধারণ শেষ শ্রদ্ধা জানানোর পরেই শেষকৃত্য সম্পন্ন হবে। 

অভিনেতার বর্ণাঢ্য অভিনয় জীবনে তামিল, তেলেগু এবং মালায়ালামের মতো একাধিক ভাষার ছবিতে কাজ করেছেন। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন প্রায় ১৫০ টিরও বেশি সিনেমা। বড় পর্দার বাইরে রাজেশ একজন ডাবিং শিল্পী, লেখক এবং টেলিভিশন অভিনেতা।

বিজ্ঞাপন

১৯৪৯ সালের ২০ ডিসেম্বর থিরুভারুর জেলার মান্নারগুডিতে জন্মগ্রহণ করেন রাজেশ। ছোট থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল। তাই স্কুল শিক্ষকতার চাকরি ছেড়ে চলচ্চিত্রে যোগ দিয়েছিলেন তিনি। ১৯৭৪ সালে কে বালাচন্দর পরিচালিত 'আভাল ওরু কোটারা কথাই' ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। এটিই রূপালী পর্দায় প্রথম চলচ্চিত্র। 

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নায়ক ও খলনায়ক চরিত্র মিলিয়ে ১৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ভাগ্যরাজের 'অন্ধা ৭ ডেইজ' ছবি ক্যারিয়ার সেরা। তিনি ‘জার্নি'স এন্ড’, ‘ফিয়ার নট ফিয়ার’ ,‘মহানদী’, ‘ইরুভার’, ‘নেরুক্ক নের’, ‘দিনা’, ‘নাগরিক’, ‘রমনা’, ‘রেইড’, ‘সামী’, ‘অঞ্জনেয়া’, ‘ভিরুমান্দি’, ‘কোভিল’, ‘অটোগ্রাফ’, ‘শিবাকাসি’-এর মতো জনপ্রিয় ছবতি অভিনয় করেছেন। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission