• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

আজিজের দেওয়া ফ্ল্যাট ও গাড়ি নিয়ে মুখ খুললেন মাহি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ জুন ২০২৪, ১৬:৩১
সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার ‘অগ্নিকন্যা’ খ্যাত নায়িকা মাহিয়া মাহি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। শুরুর দিকে এই নায়িকার ওপর আস্থা রেখেছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক আবদুল আজিজ। এরপর জাজের ব্যানারে বেশ কয়েকটি ছবি করেন তিনি।

বেশ কয়েকটি সিনেমায় মাহি কাজ করার পর একটা সময় তার সঙ্গে আজিজের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে চারদিকে। যে কারণে জাজের সঙ্গে নায়িকার সম্পর্কে ভাঙন ধরে। জাজ ছেড়ে বেরিয়ে যান মাহি। এরপর দীর্ঘদিন মাহি ও আজিজকে একমঞ্চে দেখা যায়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবদুল আজিজ জানান, সিনেমার জগতে মাহিকে নিয়ে আসার পরে তাকে দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন তিনি। সে যখন জাজের সঙ্গে ছিল তখনই এই উপহার দেওয়া হয়েছিল।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মাহি। আজিজের উপহার প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘চারটা ছিল! কেন কমিয়ে বলল!’

এরপর অভিনেত্রী বলেন, আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদেরকে কখনোই খাটো করে কথা বলতে চাই না। পারবও না। সুতরাং ফ্ল্যাট ও গাড়ি— এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছু বলব না। আমি জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি, আজীবন রাখব; এটা নিয়ে কোনো কিছু বলব না।

তবে মাহির অনুরোধ, জাজকে তিনি যেমন সম্মান করেন, তাদের কাছ থেকেও যেন তেমনটাই ফেরত পান। অভিনেত্রী বলেন, ‘আমি যেহেতু আপনাদেরকে (জাজ) সম্মান করি, তো সেই সম্মানটা আমিও চাইব যে আপনারাও আমাকে সবসময় দিয়ে আসবেন। আমি তাদেরকে অনুরোধ করেছি, আমার মনে হয় সামনে এ ধরনের কোনো কিছু আর শোনা যাবে না।’

প্রসঙ্গত, ২০১৫ সালে সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকে। তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে। মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতারে। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভক্তদের কাছে মাহি পরিচিতি পান ‘অগ্নিকন্যা’ হিসেবে। এই দুটি সিনেমাই জাজের ব্যানারে নির্মিত হয়েছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহিয়া মাহির স্ট্যাটাস নিয়ে নেটদুনিয়ায় শোরগোল
ছেলের সঙ্গে জন্মদিনের কেক কাটবেন মাহি
‘তোমাকে দেখাবো আর ঠাডায় ২টা থাপ্পড় মারবো’
‘ত্রিভুজ’ নিয়ে আশাবাদী ফারিন