‘নীলচক্র’ মুক্তির অপেক্ষায় আছি: মন্দিরা

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪ , ০৯:৩৬ এএম


‘নীলচক্র’ মুক্তির অপেক্ষায় আছি: মন্দিরা
ছবি: সংগৃহীত

মন্দিরা চক্রবর্তী। গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা’। ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমায় তিনি অভিনয় করেছেন নাম ভূমিকায়। নতুন খবর হলো, আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে এই অভিনেত্রীর আরেক সিনেমা ‘নীলচক্র’। 

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘নীলচক্র’ সিনেমার গল্প অনেক ভালো। একেবারে অন্যরকম গল্প। সত্যি কথা বলতে আমি ‘নীলচক্র’ মুক্তির অপেক্ষায় আছি।

মন্দিরা আরও বলেন, আরিফিন শুভ আমার পছন্দের নায়ক। তার সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছি। আশাকরি, সবার এটি ভালো লাগবে। 

বিজ্ঞাপন

‘নীলচক্র’ সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।

সিনেমায় শুভ-মন্দিরা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন মন্দিরা। সেখানে অংশ নিয়েছেন ঢালিউড অ্যাওয়ার্ডে। পেয়েছেন পপুলার ক্যাটাগরিতে বেস্ট অ্যাকট্রেস পুরস্কারও। আর এ পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission