• ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১
logo

জীবন চলে যাচ্ছে মা, একটা বিশাল শূন্যতা নিয়ে: শুভ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭
কোলাজ
ছবি: কোলাজ

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক আরিফিন শুভ। গত বছরের জানুয়ারি মাসে মা হারিয়েছেন তিনি। মাকে ঘিরেই সব কিছু ছিল তার। তাকে নিয়ে প্রায়ই ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন শুভ।

সেই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি) মাকে নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন শুভ। যেখানে তিনি লিখেছেন, ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসতো যে ২৪ শে জানুয়ারি আবার ফিরে আসছে, সময় বড়ই স্বার্থপর। একটা একটা দিন গুনতাম, আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে? নাকি আসলেই এক বছর হয়ে গেছে?!

তিনি আরও লিখেন, লক্ষ্য কোটি শব্দ লিখেও, এই জীবনে কোনদিন আমি বোঝাতে পারবো না......আমার জন্য তুমি কি ছিলে এবং আছো! জীবন চলে যাচ্ছে মা। কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে! গত ৩৬৫ দিন ধরে প্রত্যেকটা মুহূর্ত শুধু এটাই প্রশ্ন করেছি নিজেকে। সত্যিই তুমি নেই মা? নাকি আমি কোথাও ভুল করছি এটা কোন দুঃস্বপ্ন নয় তো?! রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা!

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন শুভর মাখাইরুন নাহার। প্রায় ৮ বছর ধরে শুভর ঢাকার বাসাতেই থাকতেন তিনি। এছাড়া, বার্ধক্যজনিত আরও নানান সমস্যা ছিল।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু
হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন খালেদা জিয়া, উঠবেন তারেক রহমানের বাসায়
ফেনীতে রেলস্টেশন মাস্টারকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩
বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার