শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে প্রতিবাদে মাঠে নামছেন সংগীতশিল্পীরা

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ০৩ আগস্ট ২০২৪ , ১১:৪২ এএম


শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে প্রতিবাদে মাঠে নামছেন সংগীতশিল্পীরা
ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। তারা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছেন। এবার আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করবেন সংগীতশিল্পীরা।

বিজ্ঞাপন

শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেটআপ স্ট্যান্ডআপ’ শিরোনামে প্রতিবাদে মাঠে নামবেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান দুই সংগঠক প্রবর রিপন এবং এরশাদুল হক।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমাদের সংগীতের মাধ্যমে আমরা সমর্থন প্রদর্শন করব। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।

বিজ্ঞাপন

আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করব, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আমরা সবাই একসঙ্গে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং শক্তি অনুভব করবে যে আমরা তাদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য একত্রিত হওয়ার। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একত্র হয়ে সুরের সঙ্গে আমাদের সংহতি প্রকাশে যোগদান করুন।

বিষয়টি জানতে আরটিভি থেকে যোগাযোগ করা হলে আজকের কমূসূচি সম্পর্কে অন্যতম সংগঠক এরশাদুল হক টিংকু বলেন, শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সঙ্গীতশিল্পীরা প্রতিবাদে মাঠে নামবেন। তারা তাদের প্রতিবাদী গানের প্ল্যাকার্ড নিয়ে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াবেন।   

বিজ্ঞাপন

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গেটআপ স্ট্যান্ডআপ’র শিরোনামের একটি পোস্টার শেয়ার করে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সংগীতশিল্পীরা। ফেসবুকে পোস্টারটি শেয়ার করেছেন— মাকসুদুল হক, মানাম আহমেদ, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, প্রিন্স মাহমুদ, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, ব্যান্ড মাইলস, জলের গান, শিরোনামহীন, আর্টসেল, ব্ল্যাক প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission