তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী ইলিয়াস ও নদী নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। আর এই গানের শিরোনাম ‘হয়নি বলা’। লিখেছেন ওমর ফারুক, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রেজুয়ান শেখ। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন জনপ্রিয় অভনেতা নিলয় ও কারিন নাজ।
এ ব্যাপারে ইলিয়াস বলেন, ‘গানটি গেয়ে আমি নিজেই খুব মজা পেয়েছি। সুন্দর একটি গান। এর ভিডিও পরিকল্পনাও বেশ আলাদা। মডেল হিসেবে পেয়েছি নিলয়ের মতো জনপ্রিয় মুখকে। তাকে নিয়ে এটাই আমার প্রথম কাজ। সব মিলিয়ে নতুন বছরের প্রথম চমক হিসেবে কাজটি করার চেষ্টা করেছি’।
অভিনেতা নিলয় বলেন, মিউজিক ভিডিও এর গল্পটি যখন ইলিয়াসের মুখে শুনি, এক কথায় ভালো লেগে যায়। গানটিও খুব সুন্দর।
এই মিউজিক ভিডিওটি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো শুটিং ইউনিটকেই। আশা করছি ভিডিওটি সবারই ভালো লাগবে।
গানটির শুটিং হয়েছে উত্তরা ও ঢাকার অদূরে ৩০০ ফিটের মনোরম পরিবেশে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানার থেকে এটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
মিউজিক ভিডিও এর গল্প লিখেছেন ইলিয়াস হোসাইন নিজেই। মিউজিক ভিডিওটি জানুয়ারি মাসেই প্রকাশ করা হবে।
এম/এসজে