• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

নদীর ব্যাপারে ভারতকে বিশ্বাস করা যায় না: ড. মনজুর

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ২২:৪১
নদী ও প্রকৃতি সুরক্ষাবিষয়ক সংগঠন ‘তরী বাংলাদেশ’ আয়োজিত নদী সম্মেলনে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।

জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, নদীর ব্যাপারে ভারতকে বিশ্বাস করা যায় না। তাই বাংলাদেশকে পানির ব্যাপারে স্বনির্ভর হতে হবে। বর্ষাকালে পানি ধরে রাখতে হবে। ভারতের ওপর ভরসা করে থাকা যাবে না।

শনিবার (১১ জানুয়ারি) নদী ও প্রকৃতি সুরক্ষাবিষয়ক সংগঠন ‘তরী বাংলাদেশ’ আয়োজিত নদী সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পূর্বপাড় কাশিনগর এলাকায় এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

ব্রহ্মপুত্রের পানি ভারত তার পশ্চিমাঞ্চলের ট্রান্সফার করতে চায় উল্লেখ করে ড. মনজুর বলেন, এটি বাংলাদেশের জন্য সমূহ বিপদ। ভারত থেকে যেসব নদী বাংলাদেশে প্রবেশ করেছে, এসবের মাধ্যমে ব্যাপক পরিমাণ পানি বঙ্গোপসাগরে পড়ে। বর্ষাকালে প্রতি মিনিটে ১ লাখ ৪০ হাজার কিউবিট মিটার পানি এসব নদী দিয়ে বাহিত হয়। তবে সেসব নদী থেকে গ্রীষ্মকালে ৫ শতাংশ পানি বাংলাদেশে আসে। এগুলো ভারত জিও পলিটিক্সে অস্ত্র হিসেবে ব্যবহার করে।

তিনি আরও বলেন, ‘গ্রীষ্মকালে ভারত পানি তো দেয়ই না, উল্টো গঙ্গার পানি ব্যাপকভাবে নিয়ে যাচ্ছে। তাছাড়া নদী সীমান্তে ভারতের কমপক্ষে ৫০টি ড্যাম রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের পানি যখন বেশি দরকার, তখন কম দেয়। যখন কম দরকার, তখন বেশি পানি দিয়ে জটিলতা সৃষ্টি করে। সিলেট ও ফেনীর বন্যা সেগুলোর সাম্প্রতিক প্রমাণ।’ তিনি তিস্তা প্রকল্প গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান।

সম্মেলনে তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন লেখক সাংবাদিক আমিন আল রশীদ, রিভার ফাউন্ডেশন চেয়ারম্যান মনির হোসেন ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ কিউ এম সোহেল রানা।

আরটিভি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
পদ্মা নদী থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বিনিয়োগকারী হারাচ্ছে ভারত, ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রুপির দর
‘ভারতও বিশ্বাস করে শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই’