সীমান্তে নদীর পাড়ে মিলল বাংলাদেশির মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন
কুমিল্লা সীমান্তে গোমতী নদীর পাড় থেকে কাজী ছবির (৪২) এক বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ভারতীয় সীমান্তের কাছাকাছি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার এলাকায় নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং মুখ দিয়ে লালা বের হয়েছিল।
নিহত কাজী ছবির কুমিল্লা সদর উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে মরদেহটি সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবির সহযোগিতায় উদ্ধার করা হয় সেটিকে। মরদেহের বুকে ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে আছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার কোতয়ালি মডেল থানার এএসআই মো. ইলিয়াস বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। শরীরে দাগ আছে, তবে কিসের দাগ তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ পারভেজ বলেন, বিজিবি ও পুলিশ সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের বড় ভাই আমাদের জানিয়েছেন কাজী ছবির মাদকাসক্ত ছিলেন। এ কারণে মাঝে মধ্যে অপ্রকৃতিস্থের মতো ঘুরতেন। কিন্তু কীভাবে তিনি মারা গেছেন তারা জানেন না।
বিজিবির এ অধিনায়ক আরও বলেন, মরদেহের শরীরে দাগ আছে। কিন্তু কিসের দাগ তা আমরা জানি না। বিষয়টি সম্পর্কে আরও জেনে বিস্তারিত বলা যাবে।
আরটিভি/এসএইচএম
মন্তব্য করুন