গুলিবিদ্ধ গোবিন্দ হাসপাতাল থেকে যে বার্তা দিলেন
নিজের রিভলভারের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। বর্তমানে আশঙ্কামুক্ত তিনি। মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) সাতসকালে শুটিংয়ে বের হওয়ার সময় নিজের রিভলভার পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বের হয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দ। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে একটি অডিওবার্তা দিয়েছেন এই তারকা।
অভিনেতা বলেন, ‘আমি গোবিন্দ। ভক্তদের আশীর্বাদ, ভগবান ও অভিভাবকদের আশীর্বাদে একটু ভালো আছি। আমার পায়ে গুলি লেগেছে। তবে এখন ভালো আছি। গুলি বের করা হয়েছে। ডাক্তার আগারওয়ালের কাছে আমি কৃতজ্ঞ। যারা আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই।’
হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
প্রসঙ্গত, এদিন সকালেই দুর্ঘটনার খবর সামনে আনেন অভিনেতার ম্যানেজার শশী সিনহা। তিনি জানান, ভোরে কলকাতায় আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন গোবিন্দ। সে সময় তার লাইসেন্স থাকা রিভলভারটি খাপে ঢোকাতে গিয়ে, হাত থেকে পড়ে যায়। রিভলভারটি মাটিতে পড়তেই সেটি থেকে একটি গুলি বেরিয়ে তার পায়ের হাঁটুতে লাগে।
তিনি বলেন, ‘কলকাতায় একটি শো করার জন্য আমাদের সকাল ৬টায় বিমান ছিল, আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দ তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। রিভলভারটি আলমারিতে রাখার সময় পড়ে গিয়ে গুলি ছুটে যায়। ঈশ্বরের আশীর্বাদে গোবিন্দর শুধু পায়ে আঘাত লেগেছে। গুরুতর কিছু ঘটেনি।’
আরটিভি /এএ/এআর
মন্তব্য করুন