• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৪ অক্টোবর ২০২৪, ১৬:৪১
শমী কায়সার

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মো. রেজোয়ান কবির নামের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে মাগুরার চিফ জুডি শিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।

সংবাদমাধ্যমে মামলার বাদী রেজোয়ান কবির বলেন, আমরা দেখেছি শমী কায়সার নানা সময়ে আমাদের আবেগের জায়গা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। বিগত ১৬ বছর বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন এই অভিনেত্রী।

তিনি আরও বলেন, শমী কায়সার প্রয়াত প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে বিভ্রান্ত করেছেন। এ জন্য আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই। তিনি যেন তার মিথ্যা কথার জন্য শাস্তি পান। সে কারণেই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছি।

গণমাধ্যমে মামলার আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বলেন, নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে জাতিকে বিভক্ত করেছেন শমী কায়সার। বাদী একশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আসামি অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি করার পর আদালত তা তদন্তের জন্য ঝিনাইদহের পিবিআইকে নির্দেশের পাশাপাশি ভবিষ্যতে কথাবার্তায় সতর্ক থাকতে বলেন।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস কারাগারে
চাকরি দেবে পূবালী ব্যাংক, ৬০ বছরেও আবেদন
অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার
সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় জনপ্রশাসন মন্ত্রণালয়