• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

মৃত মানুষকে আবার জেলে ভরে দিলো: অনন্য মামুন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ অক্টোবর ২০২৪, ১৯:১৭
সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসছে অনন্য মামুন পরিচালিত ও শাকিব খান অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছবিটির একের পর এক চমক প্রকাশের পর আগ্রহ তৈরি হয়েছে দর্শক মনে। শাকিব খানের নতুন লুক প্রকাশ্যে আসার সঙ্গে আলোচনায় আছেন ছবির পরিচালকও। আলোচনার পাশাপাশি এই নির্মাতাকে নিয়ে সমালোচোনার কমতি নেই।

‘দরদ’ মুক্তির প্রচারণার অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (২১ অক্টোবর) ফেসবুক পোস্টে ৫০ ফিট সাইজের কাটআউট লায়ন্স সিনেমাস-এ উন্মুক্ত করার ঘোষণা দেন। বেশ ঢাক-ঢোল পিটিয়ে ৫০ ফিট সাইজের কাটআউট উম্মুক্ত করার কথা জানালেও বাস্তবে একটা ব্যানার উন্মুক্ত করেছেন ‘দরদ’ নির্মাতা অনন্য মামুন। এ নিয়ে বেজায় চটেছিলেন শাকিবিয়ানরা।

এবার খবর পাওয়া গেল গ্রেপ্তার হয়েছেন নির্মাতা অনন্য মামুন। এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে শোবিজে। তবে সব ধোঁয়াশা কাটাতে নিজেই এগিয়ে এলেন নির্মাতা। তিনি ভারতীয় বাংলা গণমাধ্যম ‘এই সময়’- এর একটি সংবাদের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সঙ্গে জানিয়েছেন, এই খবর ভুয়া।

নির্মাতা তার শেয়ার করা পোস্টে ‘এ রিয়েল ম্যান’ নামের একটি ফেসবুক আইডির স্ক্রিনশট যুক্ত করছেন। এতে দেখা গেছে অনন্য মামুনের মৃত্যুর কথা লেখা আছে।

স্ক্রিনশট দুটি পোস্ট করে অনন্য মামুন স্ট্যাটাসে লিখেছেন, ‘কি ভালোবাসারে বাবা, মৃত মানুষ কে আবার জেলে ভরে দিলো। আকাশে ভালোবাসার মেঘে জমেছে, যেকোনো সময় হবে গানের ভালোবাসার বৃষ্টি’।

এ প্রসঙ্গে বলেন, ‘আমি গ্রেপ্তার হইনি। কিছু লোক আমার পেছনে লেগেছে। তারা চাইছে না আমি ভালো কিছু করি। তারাই এসব সংবাদ ছড়াচ্ছে।’

প্রসঙ্গত, চিত্রনাট্যকার হিসেবে অনন্য মামুন ২০১০ সালে আলোচনায় আসেন। তার চিত্রনাট্যে ভারতীয় বাংলা ‘ওয়ান্টেড’ সিনেমাটি পরিচালনা করেন রবি কিনাগি। ২০১২ সালে তিনি পরিচালনায় আসেন ‘মোস্ট ওয়ান্টেড’ সিনেমা দিয়ে। তারপর ২০১৪ সালে তিনি ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিটি পরিচালনা করেন। এরপর বেশ কিছু সিনেমা দিয়ে আলোচনায় আসেন। এর মধ্যে উল্লেখ্য ‘অস্তিত্ব’, ‘তুই শুধু আমার’, ‘আমি তোমার হতে চাই’, ‘ভালোবাসার গল্প’, ‘আবার বসন্ত’, ‘রেডিও’ ও ‘বন্ধন’।

আরটিভি/এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব আমার সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি আসে: অপু
অবশেষে মুক্তির অনুমতি পেল নিষিদ্ধঘোষিত সেই সিনেমা
প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক
জুয়ার বিজ্ঞাপনে ডিপফেকের শিকার ড. ইউনূস ও শাকিব খান!