• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

এবার নারী বিপিএলে চোখ শাকিব খানের

  ২০ জানুয়ারি ২০২৫, ২০:৪০
শাকিব খান
ছবি- সংগৃহীত

চলমান বিপিএল শুরুর আগেই থেকেই আলোচনায় রয়েছে ঢাকা ক্যাপিটালস। কারণ, ফ্র্যাঞ্চাইজিটির মালিক ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্লেয়ার্স ড্রাফটে অংশ নিয়েছিলেন তিনি। তবে মাঠে লড়াই শাকিবকে খুশি করতে পারেননি খেলোয়াড়রা। ৯ ম্যাচ খেলে মাত্র ২টি জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। এতে প্লে-অফের লড়াই থেকে ছিটকে পড়েছে রাজধানীর দলটি।

পুরুষ বিপিএলের প্রথম আসরে শাকিব খান ব্যর্থ হলেও নারী বিপিএলে দল নিতে চান তিনি। আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা নামবে ছেলেদের বিপিএলের। এরপরই মাঠে গড়াবে মেয়েদের বিপিএল। যেখানে অংশগ্রহণ করবে তিনটি দল।

ইতোমধ্যে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল দল নিতে বিসিবিকে আগ্রহ দেখিয়েছে। নাম লেখাতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ক্যাপিটালসও। আরটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ক্যাপিটালস ও শাকিব খানের ঘনিষ্ঠ এক ব্যক্তি।

তিনি বলেন, আমরা নারী বিপিএলেও দল নিতে চাই। আমাদের মধ্যে আলোচনা চলছে। খুব তাড়াতাড়ি বিসিবির সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব।

পুরুষ বিপিএলের পর প্রথমবার মাঠে গড়াবে নারী বিপিএল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। যেখানে প্রতিটি দল একাদশে একজন করে বিদেশি ক্রিকেটার রাখতে পারবে। ৮ থেকে ৯ দিনের মধ্যে শেষ হবে এ টুর্নামেন্ট।

কয়েক দিন আগে নারী বিপিএল নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব। তিনটি দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীকে হারিয়ে জয়ে ফিরল চিটাগং কিংস
রাজশাহীকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো চিটাগং কিংস
সেঞ্চুরি করার পরদিনই অধিনায়কত্ব হারালেন বিজয়
তীরে এসে তরী ডুবল সিলেটের, দ্বিতীয় জয় ঢাকা ক্যাপিটালসের