শাকিবের ‘উরাধুরা’ গানে ঢাকা মাতাচ্ছেন জার্মান টিকটকার নোয়েল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ , ০৪:৫৮ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

জার্মান টিকটকার নোয়েল রবিনসন, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘নোয়েলগোজক্রেজি’ নামে। এই টিকটকার ও নৃত্যশিল্পীকে কখনো মরুর বুকে, কখনোবা ফুটবল মাঠে, আবার কখনো চীনের প্রাচীরে পায়ের কারিকুরি দেখাতে দেখা যায়। তার এই পায়ের জাদুতে তিনি মুগ্ধ করেছেন নেটিজেনদের। সম্প্রতি বাংলাদেশের রাস্তায় দেখা গেল জার্মান এই জার্মান টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসনকে। 

বিজ্ঞাপন

ঢাকার রাস্তায় নোয়েলকে হঠাৎ দেখে তরুণেরা অবাকও হয়েছেন। বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে কখনও শাকিব খানের উরাধুরা গান কিংবা বাংলাদেশের নানা গানে তাকে ভিডিও নির্মাণ করতে দেখা যাচ্ছেন। ইতোমধ্যে ঢাকার রাস্তায় ঘোরাঘুরির কয়েকটি ভিডিও ক্লিপ নোয়েল তার টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করেছেন।

বিজ্ঞাপন

টিকটক, ইনস্টাগ্রামে যারা নোয়েলের অনুসারী এবং ইউটিউবে সাবস্ক্রাইবার হিসেবে আছেন, তারা নোয়েলের দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর ভিডিওর সঙ্গে পরিচিত। বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে নোয়েলকে তার সিগনেচার নাচের মুদ্রায় দেখা যায়। মূলত নিজের কনটেন্ট তৈরি করতেই বিশ্বভ্রমণে বের হয়ে থাকেন তিনি। এরই অংশ হিসেবে সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে তার ঘুরতে আসা।

রাজধানী ঢাকা রীতিমতো চষে বেড়িয়েছেন এই টিকটক তারকা। সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লাসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তিনি। যেখানেই গেছেন, সেখানেই তৈরি করছেন মজার কনটেন্ট। রিলস আকারে প্রকাশ করছেন ফেসবুক-ইনস্টাগ্রামে। এদিকে এক ফ্রেমে দেখা গেছে নোয়েল এবং হৃদি শেখ ও জেফারকেও।

বিজ্ঞাপন

নোয়েলের পোস্ট করা কোনো ভিডিওতে দেখা গেছে, সেই সিগনেচার নৃত্য নিয়ে সবখানে হাজির হয়েছেন। কখনো তিনি নেচেছেন পথচারী, দোকানদার, কখনোবা পুলিশের সঙ্গেই। এমনকি নেচেছেন ‘তুফান’ সিনেমার লাগে ‘উরাধুরা’ গানেও। নৃত্যশিল্পী হৃদি শেখের সঙ্গে গুলশানের রাস্তায় নেচেছেন মাস্টার ডি, প্রতীক হাসান ও মামজি স্ট্রেনজারের ‘প্রেমে দিওয়ানা’ গানের তালে তালেও নেচেছেন নোয়েল। এ ছাড়া জেফার রহমানের ‘ঝুমকা’ এবং প্রতীক ও প্রীতমের ‘গার্লফ্রেন্ডের বিয়া’ গানে টিকটক ও রিলস করতে দেখা গেছে। তরুণ এই টিকটকার ও নৃত্যশিল্পী নোয়েলের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা বিস্ময় করার মতো। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ১ কোটি ৫ লাখের বেশি, ইউটিউবে ১ কোটি ৭৮ লাখের বেশি এবং ফেসবুকে এই নৃত্যশিল্পীর অনুসারী ১৪ লাখের বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি প্রকাশ করে নোয়েলকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশি গায়িকা জেফার। পাশাপাশি মজা করে লিখেছেন, ‘চুল নিয়ে মাথা ঘামাচ্ছেন চুলপ্রেমীরা!’ সঙ্গে জুড়ে দিয়েছেন মিষ্টি হাসির একটি ইমোজি। 

হৃদি শেখ তার ফেসবুকে দুজনের স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, নাচ যখন সেতুবন্ধ তৈরি করে, তখন জাদুকরি কিছুই ঘটে। নোয়েল, আপনার সঙ্গে বাংলাদেশের আনন্দ ভাগাভাগি করার ব্যাপারটি ছিল দারুণ। চলুন, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে থাকি।

আরটিভি / এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission