দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই প্রদর্শনী বন্ধ করতে হয়েছে: শিল্পকলার ডিজি
গত ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিক্ষোভের মুখে পড়ে বন্ধ হয়ে যায় দেশনাটক দলের প্রদর্শনী। এদিন নাট্যদলটির প্রদর্শনী চলার সময়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটক বন্ধের নির্দেশ দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।
রোববার (৩ নভেম্বর) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নাটকের প্রদর্শনী বন্ধ প্রসঙ্গে তিনি জানান, দর্শকদের নিরাপত্তার কথা ভেবে উদ্ভূত পরিস্থিতিতে নাটক বন্ধ করতে হয়েছিল তাকে।
জানা গেছে, দেশনাটকের সিনিয়র সদস্য এহসানুল আজিজ বাবু ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র আন্দোলন বিরোধী পোস্ট দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এমনটা করেছেন তারা। মূলত আওয়ামী দোসরদের বিশৃঙ্খলার কারণেই শিল্পকলার নাটক বন্ধ করতে বাধ্য হন ডিজি সৈয়দ জামিল আহমেদ।
তিনি বলেন, সংস্কৃতি চর্চার জন্য এমন পরিস্থিতি শঙ্কার। তবে, সংস্কৃতি চর্চার আন্দোলন অব্যাহত রাখার যুদ্ধের ছোট একটি অংশে হেরে গেলেও যুদ্ধ এখনও অনেক বাকি। বৃহত্তর সেই যুদ্ধে জয়লাভের আশা প্রকাশ করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক।
সংবাদ সম্মেলনে দর্শক ও সংস্কৃতি কর্মীদের পাশে থাকার আহ্বান জানান ডিজি ড. সৈয়দ জামিল আহমেদ। এছাড়া দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার বর্ণনাও দেন তিনি।
এর আগে গতকাল শনিবার, ফেসবুকে নাট্যদলের সদস্য বাবুর ছাত্র আন্দোলন বিরোধী পোস্টকে কেন্দ্র করে তার প্রতি ক্ষুব্ধ ছিলেন আন্দোলনকারীরা। তাই তার নাটক মঞ্চায়িত হচ্ছে এমন খবরে শিল্পকলার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে নাটক বন্ধের দাবি জানান বিক্ষুব্ধরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটক বন্ধের নির্দেশ দিতে বাধ্য হন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
আরটিভি/এইচএসকে/এআর
মন্তব্য করুন