• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

খারাপ সময়ে আগলে রাখার লোক খুব কম পাওয়া যায়: তনি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ নভেম্বর ২০২৪, ২০:০১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

সোশ্যাল ইনফ্লুয়েনসার ও দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঠোঁটকাটা স্বভাবের নারী হিসেবে বেশ পরিচিতি আছে তার। ফেসবুকে তিনি অধিকাংশ সময় সরব থাকেন পোশাকের ব্যবসা নিয়ে। কিন্তু কিছুদিন ধরে সময়টা খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার। তা চক্ষুগোচর হয় তার সাম্প্রতিক কিছু পোস্ট দেখে।

তনির ফেসবুক পাতায় দেখা মেলে শুধু হাহাকার। জানান, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। কারণ, কয়েক দিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী শাহাদাৎ হোসাইন। যার কারণে উন্নত চিকিৎসার জন্য স্বামীকে নিয়ে দেশের বাইরে আছে তিনি। তবে কী অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি তিনি।

মঙ্গলবার (১২ নভেম্বর) তনি তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, খারাপ সময়ে আগলে রাখার লোক খুব কম পাওয়া যায়, বেশির ভাগ মানুষ বিপদ দেখলে পালাতে চায়। আপনাদের থেকে যে পরিমান মানসিক সাপোর্ট পেয়েছি, আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। ব্যাংককে বাংলাদেশি খাবার খেতে চলে আসেন মনিকাতে।

প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছেন তিনি।

শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি।

আরটিভি/এএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তনির স্বামী, চাইলেন দোয়া
জীবন আমাকে এমন পরিস্থিতিতে দাঁড় করিয়েছে আমি নিরুপায়: তনি
ছেলেটা হাসতে ভুলে গেছে: তনি
স্বামী ও ছেলেকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস