হুমায়ূন আহমেদকে নিয়ে আবেগঘন পোস্ট ফারুকের

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ০১:১১ পিএম


হুমায়ূন আহমেদকে নিয়ে আবেগঘন পোস্ট ফারুকের
ছবি: সংগৃহীত

শোবিজের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। ক্যারিয়ারে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অসংখ্য নাটক-সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। হুমায়ূন আহমেদের খুব কাছের একজন মানুষ ছিলেন এই অভিনেতা।  

বিজ্ঞাপন

বুধবার (১৩ নভেম্বর) কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন। বেঁচে থাকলে আজ ৭৬-এ পা দিতেন তিনি। তাই প্রিয় এই মানুষের জন্মদিনে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ফারুক। 

বিজ্ঞাপন

এ দিন নিজের ফেসবুক পেজে হুমায়ূন আহমেদের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন তিনি। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘হুমায়ূন আহমেদ। যাকে বুকের মধ্যে ধারণ করি। আজ তার জন্মদিন। ভালো থাকবেন পরপারে। শুভ জন্মদিন।’ 

ইমদাদুল হক মিলনের ‘বড় রকমের মানুষ’ নাটকে রসিকলাল চরিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রথম প্রশংসা কুড়ান ফারুক। এর কিছুদিন পরই হুমায়ূন আহমেদের নজরে আসেন তিনি। তার পরিচালিত ‘অচিন বৃক্ষ’ নাটকে অভিনয় করে দর্শকের মন ছুঁয়ে যান ফারুক।

বিজ্ঞাপন

স্বাধীন খসরু ও এজাজুল ইসলামের সঙ্গে হুমায়ূন আহমেদের ব্যাপক জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘তারা তিন জন’-এ অভিনয় করেন তিনি। ফারুকের অভিনয়ে মুগ্ধ হয়ে হুমায়ূন আহমেদ তার লেখা ‘লিলুয়া বাতাস’ বইটি এই অভিনেতার নামে উৎসর্গ করেছিলেন।  

 

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission