• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

আসছে ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১১ নভেম্বর ২০২৪, ১৬:১৫
সংগৃহীত
ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক-সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি লেখালেখিও করছেন তিনি। বলছি অভিনেতা ফারুক আহমেদের কথা। আসছে বই মেলায় এই অভিনেতার নতুন বই আসছে।

জানা গেছে, ‘অমর একুশে বইমেলা ২০২৫’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে ফারুকের গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’। মেলায় বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা কিংবদন্তি পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন।

নতুন গল্পগ্রন্থ সম্পর্কে ফারুক বলেন, ২০২৫ সালে একুশের বইমেলায় আমার একটি বই প্রকাশের ইচ্ছা আছে। বইটি প্রকাশ করবে কিংবদন্তি পাবলিকেশন। বইটির নাম ঠিক করেছি ‘আমার না বলা কথা’।

গেল বছরের বইমেলায় প্রকাশিত হয়েছিল তার দুটি বই। একটির নাম ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’। প্রকাশ করেছিল কিংবদন্তি পাবলিকেশন। অপরটির নাম ‘ভাঙা চশমা’ প্রকাশ করেছিল সপ্তর্ষী প্রকাশনী।

প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাছের মানুষ ছিলেন অভিনেতা ফারুক আহমেদ। অভিনয় দক্ষতার মাধ্যমে সবার মনে স্থান করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও পাঠকপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

আরটিভি /এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হুমায়ূন আহমেদকে নিয়ে আবেগঘন পোস্ট ফারুকের
লম্বা সময় পর পর্দায় ফিরলেন তারা তিনজন
নতুন বিসিবি সভাপতিকে অভিনন্দন জানাল ডব্লিউসিএ
পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন করলেন ফারুক আহমেদ