মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী ফারুক আহমেদ। এর মধ্য দিয়ে প্রশাসন ক্যাডারের বাইরে থেকে প্রথমবারের মতো কোনও এমডি পেল প্রতিষ্ঠানটি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ফারুক আহমেদ তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে সড়ক উপদেষ্টা জানিয়েছিলেন, ডিএমটিসিএলের এমডি পদে নিয়োগের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয় আন্তর্জাতিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে প্রকৌশলী ডিগ্রিসহ বৈশ্বিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল।
খোঁজ নিয়ে জানা যায়, মেট্রোরেলের এমডি পদে দেশি-বিদেশি ৭৬ জন আবেদন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি আবেদনকারীদের মধ্য থেকে সাতজনকে বাছাই করেন। এরপর ফারুক আহমেদকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়।
এর আগে আওয়ামী লীগ সরকার আমলাদের সুবিধা জন্য এমডি নিয়োগের মূল শর্ত পরিবর্তন করে। তখন যোগ্যতার শর্ত হিসেবে ‘যোগাযোগ খাতের সাবেক সচিব’ হওয়া বাধ্যতামূলক করা হয়। এর ফলে ২০১৬ সালের অক্টোবরে সদ্যবিদায়ী সড়ক পরিবহন সচিব এম এ এন ছিদ্দিক ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ পান এবং গত সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অতিরিক্ত সচিব আবদুর রউফকে দায়িত্ব দেয় এবং স্থায়ী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।
খোঁজ নিয়ে জানা যায়, নতুন এমডি ফারুক আহমেদের অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অগ্নিসংযোগ ও ভাঙচুরে ব্যাপক ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশন চালু করার কাজেও তিনি যুক্ত ছিলেন।
আরটিভি/এসএইচএম