বাংলাদেশ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করতে বাধ্য হলেন কলকাতার গায়িকা

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ০২:০৯ পিএম


বাংলাদেশ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করতে বাধ্য হলেন কলকাতার গায়িকা
লগ্নজিতা চক্রবর্তী

মাঝে মধ্যেই নিজের গান নিয়ে খবরের শিরোনাম হন টালিউড গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। কলকাতার আরজি কর কাণ্ডের সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ ট্রেন্ডিং ছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই ভিন্ন কারণে ফের সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন লগ্নজিতা। 

বিজ্ঞাপন

সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফেসবুকে নিজের মতামত জানিয়েছিলেন তিনি। আর এতেই বাধে বিপত্তি। রীতিমতো নেটেজেনদের কটাক্ষের মুখে পড়েছেন লগ্নজিতা। তবে সেই সমালোচনার কড়া জবাবও দিয়েছেন গায়িকা।

শনিবার (৩০ নভেম্বর) ফেসবুক পেজে লগ্নজিতা লেখেন, ভেবেছিলাম এই হিন্দু মুসলিমের ব্যাপারটা আমরা পেরিয়ে এসেছি অনেক দিন, বছর, কাল আগেই। কোনোদিন ভাবিনি ২০২৪ সালে দাঁড়িয়ে, এই বিষয়টা নিয়ে একটা পোস্ট করতে হবে। এটা অতীত হয়ে গেছে, এমনটাই আমার ভাবনা ও চিন্তা ছিল।

বিজ্ঞাপন

ফেসবুকে এমন পোস্ট করতেই গায়িকাকে নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে। অনেকেই লেখেন লগ্নজিতা কিছুই জানেন না এই সম্পর্কে। আবার অনেকে লেখেন, গায়িকাকে তো বাংলাদেশের শ্রোতা ধরে রাখতে হবে। 

এদিকে চুপ থাকেননি লগ্নজিতাও। পাল্টা জবাব দিয়ে তিনিও লেখেন, অনেকে বলছেন, এই যে আমার হিন্দু মুসলিম নিয়ে ভাগ করতে ইচ্ছে করে না, করছে না। এটার কারণ নাকি সিপিএমের ৩৪ বছরের শাসন, আমি নাকি কলকাতা এবং পশ্চিমবঙ্গ এবং ভারতে কী হয় কিছুই জানি না, আমি নাকি খুবই অশিক্ষিত, আমার আরও শিক্ষিত হওয়া উচিত ছিল ইত্যাদি ইত্যাদি। 

গায়িকা আরও লেখেন, সে তো বুঝলাম। কিন্তু আমি তো হিন্দু-মুসলিম যে ভাই-ভাই, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদের থেকে শিখেছিলাম। তো রবীন্দ্রনাথ আর নজরুলও কি সিপিএম ছিলেন? জাস্ট জানতে চাইছি। 

বিজ্ঞাপন

ট্রোল প্রসঙ্গে তিনি লেখেন, শুনুন, থ্রেট শুনে আজকাল বিরক্ত লাগে। যেকোনো জিনিস একঘেয়ে হয়ে গেলে যা হয় আরকি। আমি তো আপনার অফিস যাওয়া নিয়ে কিছু বলছি না। আমার গান গাওয়া নিয়ে আপনার এত সমস্যা কোথায়? 

এখানেই থেমে থাকেননি লগ্নজিতা। মহাত্মা গান্ধীর মন্তব্যও শেয়ার করে লগ্নজিতা লেখেন, তাহলে এখন থেকে আমি কংগ্রেস হয়ে গেলাম (যেভাবে আপনারা ট্রেন্ড ঠিক করে দিচ্ছেন আরকি)।

রোববার (১ ডিসেম্বর) এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই গায়িকা তার পুরোনো সব পোস্ট ডিলিট করে দিয়ে আরও একটি পোস্ট করেন। 

যেখানে গায়িকা লেখেন, আমার পরিবার (আমার ব্যক্তিগত জীবন) এবং আমার ব্যান্ড (আমার পেশাদার জীবন)-এর কাতর অনুরোধ, তাদের যেন আর অসম্মান না হয়, আমি আমার সমস্ত পোস্ট ডিলিট করতে বাধ্য হলাম। সমালোচনাকারীরা, আপনার জিতে গেলেন। আনন্দ করুন।


আরটিভি/এইচএসকে/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission