শাহরুখের থাপ্পড় ইস্যুতে মুখ খুললেন হানি সিং

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ০৩:৩৮ পিএম


সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খান সিনেমায় পাঞ্জাবি গায়ক হানি সিংয়ের কণ্ঠে ঠোঁট মিলিয়েছেন। তাদের মধ্যকার সম্পর্কও ছিল চমৎকার। তবে কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর।দাবি করা হয়- মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে গিয়ে হোটেল রুমে ঢুকে হানি সিংয়ের ওপর চড়াও হন বলিউড বাদশাহ শাহরুখ খান।

শুধু তাই নয়, সে সময় ভারতীয় কিছু সংবাদমাধ্যমের দাবি ছিল- হানি সিং’কে শাহরুখ এত জোরে চড় মারেন, যে আহত হন গায়ক। তার কপাল থেকে নাকি রক্তও বেরিয়েছিল। যে কারণে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। ওই সময় এই ঘটনা নিয়ে বলিপাড়ায় আলোচনা হয়েছিল প্রচুর। এবার ওই ঘটনার ৯ বছর পর তা নিয়ে মুখ খুললেন হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার সত্যতা।

বিজ্ঞাপন

সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে হানি সিংয়ের জীবনের ওপর তৈরি তথ্যচিত্র। আর সেই তথ্যচিত্রেই আসল গল্পটা ফাঁস করলেন তিনি। 

গায়ক জানান, শাহরুখ কখনই আমার গায়ে হাত তুলবেন না। উনি এমন মানুষই নন। আমাকে খুবই ভালোবাসেন কিং খান। আমাদের মধ্যে দাদা-ভাইয়ের সম্পর্ক। তাই শাহরুখ আমাকে মেরেছে সেটা একেবারেই মিথ্যা। আসলে সেদিন আমার মঞ্চে উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল, মঞ্চে উঠলেই মরে যাব। তাই প্রথমে হোটেলের রুমে ঢুকে মাথার সব চুল কেটে ফেললাম। তারপর নিজের মাথায় একটা কফির মগ ভাঙলাম। এতেই আহত হই। এসব করেই সেদিনের শো আটকে ছিলাম। 

হানি সিংয়ের এই বক্তব্যকে সমর্থন করেছেন, তার বোনও। তিনি জানান, এই ঘটনার পরই মাথায় রক্ত নিয়ে ফোন করে হানি। আমরা তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। এর নেপথ্যে শাহরুখের কোনো দোষ নেই।

আরটিভি /এএ/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.