ঢাকা

হিমেশের হাত ধরেই ক্যারিয়ার শুরু দীপিকার

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ০২:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের দর্শকনন্দিত জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। শুরু থেকে তাদের সিনেমা মানেই হিট। ক্যারিয়ারে এখন পর্যন্ত এই জুটির প্রায় সবগুলো সিনেমা ব্যবসা সফল হয়েছে।

বিজ্ঞাপন

এতদিন সবাই জানতো ফারাহ খান নির্মিত ‘ওম শান্তি ওম’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে বলিউডে অভিষেক দীপিকার। কিন্তু এবার জানা গেল ভিন্ন কথা। শাহরুখ নয়, হিমেশের হাত ধরেই বলিউডে পা রাখেন দীপিকা। 

২০০৫ সালে ‘আশিক বনায়া আপনে’ গানের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন হিমেশ। একই সময় ‘আপকা সুরুর’ নামের একটি ভিডিও অ্যালবামও প্রকাশ করেছিলেন তিনি। যার ‘নাম হ্যায় তেরা’ গানে অভিনয়ের সুযোগ পান দীপিকা।

বিজ্ঞাপন

সেসময় শুধুই একজন মডেল ছিলেন দীপিকা। একেবারেই অভিনয় জানতেন না তিনি। কিন্তু হিমেশ তার ওপরেই ভরসা রেখেছিলেন। সেই কৃতজ্ঞতাবোধ এখনও দীপিকার রয়েছে। মুম্বাইয়ের রিয়ালিটি শোতে এসেও সে কথা জানিয়েছেন অভিনেত্রী।

এমনকি এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, আমি যদি কখনও হিমেশের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব পাই, অবশ্যই গ্রহণ করব।

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |