• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মৃত্যুর সঙ্গে লড়ছেন শাহরুখের ‘ডানকি’ সিনেমার অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:৩৭
সংগৃহীত
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে কার্যত পাঞ্জা লড়ছেন শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমার অভিনেতা বরুণ কুলকর্ণী। যা সম্বল ছিল, তাও প্রায় শেষ। এবার সাহায্য চেয়েই সামাজিক মাধ্যমের শরণাপণ্ন হলেন তার বন্ধু রোশন শেট্টি।

এক লম্বা পোস্টের মাধ্যমে রোশন লেখেন, আমার প্রিয় বন্ধু বরুণ কিডনির সমস্যায় জর্জরিত। এক সপ্তাহে দু-তিনবার ডায়ালিসিস দিতে হচ্ছে ওকে। দুদিন আগেই হঠাৎই ডায়ালিসির নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে তার। বরুণ শুধু ভালো অভিনেতাই নন, ও নিজেকে নিয়ে জীবনে ভাবেনি।

রোশন লিখেন, খুব অল্প বয়সেই বাবা-মাকে হারিয়েছেন বরুণ। তা সত্ত্বেও সে থামেনি। সব বাধা জয় করে এগিয়ে চলেছে। কিন্তু শিল্পীর জীবনে অর্থনৈতিক সমস্যা তো আর নতুন কোনও ঘটনা নয়। আমাদের সাহায্য ওর দরকার।

পোস্টের সঙ্গে একটি নম্বরও শেয়ার করেছেন রোশন। যেখানে আগ্রহী ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন।

রাজকুমার হিরানী পরিচালিত শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ। এই সিনেমায় শাহরুখ ছাড়াও দেখা গেছে ভিকি কৌশল ও তাপসী পান্নুকেও। এ ছাড়াও স্ক্যাম ১৯৯২, দ্য ফ্যামিলি ম্যানেও অভিনয় করেছেন বরুণ।

থিয়েটার ছিল তার মন-প্রাণ। খুব ছোট বয়সে বাবা-মাকে হারানো মানুষটি অনেক কষ্ট সত্ত্বেও বেছে নিয়েছিলেন অভিনয়কেই। সব কিছু ঠিকই চলছিল। তবে আচমকাই ছন্দপতন।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুধু সাইফ নয় টার্গেটে ছিলেন শাহরুখ খানও, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!
হিমেশের হাত ধরেই ক্যারিয়ার শুরু দীপিকার
যে কারণে ‘ওম শান্তি ওম’র প্রস্তাব ফিরিয়ে দেন বিবেক