প্রিন্স মাহমুদের সুরে প্লেব্যাকে তাহসান-আনিসা

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১২ জানুয়ারি ২০২৫ , ০৩:১৭ পিএম


প্রিন্স মাহমুদের সুরে প্লেব্যাকে তাহসান-আনিসা
ছবি: সংগৃহীত

সংগীত জগতের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী-পরিচালক প্রিন্স মাহমুদ। ক্যারিয়ারে অ্যালবামের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও সঙ্গীত পরিচালনা করেন তিনি। সেই ধারাবাহিকতায় নিজের কথা ও সুরে এবার ‘জংলি’ সিনেমায় সঙ্গীত পরিচালনা করলেন প্রিন্স মাহমুদ। 

বিজ্ঞাপন

আর এই গানের মাধ্যমেই সিনেমায় প্লেব্যাক করলেন কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা। ‘জনম জনম’শিরোনামে তাদের গাওয়া দ্বৈত গানটির সংগীতায়োজন করেছেন গায়ক ইমরান মাহমুদুল। আগামী ভালোবাসা দিবসে গানটি প্রকাশ করা হবে বলে জানা গেছে। 

এ প্রসঙ্গে তাহসান বলেন, গানের ভুবনে যারা আমার ভীষণ প্রিয়, প্রিন্স মাহমুদ তাদের একজন। তার লেখা ও সুরের ধরন অনেকের চেয়ে আলাদা, যা সহজেই হৃদয় স্পর্শ করে। এর আগে বিভিন্ন অ্যালবামে তার কথা ও সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে। এবার প্লেব্যাকের সুযোগ হলো। আশা করছি, বরাবরের মতো ‘জনম জনম’ গানটিও হৃদয় স্পর্শ করবে শ্রোতা-দর্শকদের।

বিজ্ঞাপন

সিনেমায় ‘জনম জনম’গানটি ছাড়া আরও তিনটি গান তৈরি করছেন জানিয়ে প্রিন্স মাহমুদ বলেন, এবারই প্রথম কোনো সিনেমায় সব গানের সুরকার হিসেবে পাওয়া যাবে আমাকে। যদিও ‘জংলি’র আগে আরেকটি সিনেমার সব গান তৈরির দায়িত্ব নিয়েছি। তবে সেই সিনেমাটি মুক্তি পেতে আরও সময় লাগবে। সে হিসেবে ‘জংলি’ প্রথম সিনেমা, যার সব গানের সুর নিজের। 

তিনি আর বলেন, ‘জংলি’ সিনেমায় যারা প্লেব্যাক করেছেন, তারা সবাই নিজের সেরা গায়কি তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে দারুণ কিছু গান হয়েছে। আমার বিশ্বাস, সিনেমার গানগুলো ছাপ ফেলবে শ্রোতা-দর্শকদের মনে। 

অন্যদিকে গানটি নিয়ে আতিয়া আনিসা বলেন, কিংবদন্তিতুল্য সুরকার প্রিন্স মাহমুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। যার কালজয়ী গানগুলো শুনে শুনে বেড়ে উঠেছি, এবার তার সুরেই প্লেব্যাকে সুযোগ পাওয়ায় আমি গর্বিত। আরেকটি ভালো লাগার বিষয় হলো ‘জনম জনম’গানের সহশিল্পী হিসেবে তাহসান খান এবং মিউজিক অ্যারেঞ্জার হিসেবে ইমরানকে পাওয়া। সব মিলিয়ে এটি ক্যারিয়ারের স্মরণীয় একটি আয়োজন। গানটি অনেকের ভালো লাগবে বলে আশা করছি। 

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে/এআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission