দাবানলের শহর থেকে প্রাণে বেঁচে ফিরে যা বললেন প্রীতি জিনতা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। প্যারিস হিলটন, জেফ ব্রিজেস, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে আগুনে।
সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের বিলাসবহুল আবাসস্থল এখন শুধুই স্মৃতি। শুধু তাই নয়, দাবালনের কারণে বাতিল হয়েছে বেশ কিছু হলিউডের ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিংসহ নানান অনুষ্ঠান। এ ঘটনায় সমবদেনা জানাচ্ছেন বিশ্ববাসী।
শুধু হলিউড তারকারাই নন বলিউডের বেশ কিছু খ্যাতনামা তারকাও থাকেন সেই শহরে। যাদেরই একজন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। অভিনেত্রী তার স্বামী-সন্তান নিয়ে একই শহরে বসবাস করেন। তাইতো এ ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
দাবানলে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে উদ্বিগ্ন প্রীতি জিনতা। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া পোস্টে এই অভিনেত্রী লিখেন, আগুন ছড়িয়ে পড়ার পর লস অ্যাঞ্জেলেসে আমার প্রতিবেশীদের ধ্বংসযজ্ঞ দেখতে হবে, এমনটা আমি কখনো চিন্তাও করিনি। বন্ধু-পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে অথবা উচ্চ সতর্কতার মধ্যে রয়েছেন। ধোঁয়াচ্ছন্ন আকাশ থেকে তুষারপাতের মতো ছাই পড়ছে। বাতাস শান্ত না হওয়া নিয়েই ভয় ও অনিশ্চয়তার মধ্যে রয়েছি। শিশু ও দাদা-দাদির বয়সের মানুষগুলোর সঙ্গে কী ঘটবে তা নিয়ে।
এই অভিনেত্রী লিখেন, চারপাশের ধ্বংসযজ্ঞ দেখে হৃদয় ভেঙে গেছে। তবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে, আমরা নিরাপদে আছি। দাবানলে যারা সব হারিয়েছেন, অন্যত্র সরে গেছেন তাদের জন্য দোয়া। আশা করি, বাতাস খুব শিগগির কমে যাবে, আগুন নিয়ন্ত্রণে আসবে। অগ্নিনির্বাপণ বিভাগ, অগ্নিনির্বাপককর্মী, জীবন-সম্পত্তি বাঁচাতে সাহায্যকারী সকলকে অনেক ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতি জিনতা। ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল।
একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় এ অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। গুডএনাফ-প্রীতি দম্পতির ঘর আলো করে এসেছে এক কন্যা ও এক পুত্রসন্তান।
আরটিভি/এএ-টি
মন্তব্য করুন