ঢাকাশুক্রবার, ২৭ জুন ২০২৫, ১৩ আষাঢ় ১৪৩২

সূর্যবংশীর সঙ্গে প্রীতি জিনতার ছবি ভাইরাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২১ মে ২০২৫ , ০১:৪৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউড তারকা প্রীতি জিনতা অসংখ্য ছবিতে অভিনয় করে সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন৷ বর্তমানে রুপোলি পর্দার চেয়ে অনেক বেশি তাকে বাইশ গজে দেখা যায়৷ পাঞ্জাব কিংসের সহ-মালিক হিসেবে বছরের পর বছর ধরে দলটির সঙ্গে নিবিড়ভাবে জড়িত রয়েছেন তিনি। চলতি আইপিএল মৌসুমে পাঞ্জাবের দুর্দান্ত পারফরম্যান্স প্রীতিকে আরও বেশি আলোচনায় এনেছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে প্লে-অফের যোগ্যতাও অর্জন করে নিয়েছে প্রীতির দল। সম্প্রতি প্রীতি জিনতার একটি ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়৷ যা নিয়ে গর্জে উঠলেন অভিনেত্রী। 

রাজস্থান রয়্যালসের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়ে প্লে-অফ নিশ্চিত করে পাঞ্জাব কিংস। ম্যাচ শেষে মাঠে নেমে নিজের দলের সবাইকে অভিনন্দন জানান প্রীতি। তারই অংশ হিসেবে সৌজন্য সাক্ষাতে রাজস্থানের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর সঙ্গে মাঠে দেখা করেন প্রীতি। সেই মুহূর্তের একটি ভিডিও রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে সামাজিকমাধ্যমে শেয়ার করা হয়। 

বিজ্ঞাপন

কিন্তু এরপরই ছড়িয়ে পড়ে এক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি দিয়ে তৈরি বিকৃত ছবি। যেখানে দেখা যায় প্রীতি সূর্যবংশীকে আলিঙ্গন করতে। মূহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান প্রীতি জিনতা।

মঙ্গলবার (২০ মে) নিজের এক্স হ্যান্ডেলে প্রীতি লেখেন, এটি একটি বিকৃত ছবি এবং ভুয়া খবর। এখন সংবাদ চ্যানেলগুলোও বিকৃত ছবি ব্যবহার করছে এবং সেগুলোকে খবরের আইটেম হিসেবে তুলে ধরছে। এসব দেখে আমি সত্যিই অবাক হয়েছি।

আরও পড়ুন

এদিকে পাঞ্জাব কিংস চলতি আসরে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করলেও তাদের চোখ এখন শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার দিকে। বাকি রয়েছে দুটি ম্যাচ—দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে।
 
আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |