পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর ক্ষেত্রে শরীরের বিনিময়: স্বস্তিকা

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ০৮:০২ পিএম


পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর ক্ষেত্রে শরীরের বিনিময়: স্বস্তিকা
স্বস্তিকা মুখার্জি

টালিউডে ঠোঁটকাটা হিসেবে বেশ পরিচিতি রয়েছে স্বস্তিকা মুখার্জির। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কখনও পিছপা হন না তিনি। বরাবরই প্রতিবাদে সোচ্চার এই অভিনেত্রী। এবার সমাজের লিঙ্গবৈষ্যম্য নিয়ে কথা বলেছেন তিনি। বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন স্বস্তিকা। 

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে লিঙ্গবৈষ্যম্য নিয়ে কড়া মন্তব্য করেন অভিনেত্রী। তিনি বলেন, ২০২৫ সালেও কর্মক্ষেত্রে আমাদের নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনো পুরুষের যদি পদোন্নতি হয়, সে ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি পেয়েছে। 

তিনি আরও বলেন, কিন্তু একজন নারীর যদি কোনো কাজে সফলতা পায়, তখন বলা হয়— অনুচিত পন্থায় কিংবা তার শরীরের বিনিময়, সৌন্দর্যের নিরিখে পদোন্নতি পেয়েছে। 

বিজ্ঞাপন

শুধু তাই নয়, সর্বস্তরেই নারীদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয়। আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। আরজি করের ঘটনার পরে মনে হয়েছিল কত কিছু বদলাবে! কিন্তু তা যেন স্বপ্নই থেকে গেল। 

এর আগে, একবার নারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন নেটদুনিয়ায়। বরাবরই নারীদের জন্য প্রতিবাদ করতে দেখা যায় তাকে। অথচ অভিনেত্রীকে নিয়ে চর্চায় মেতে থাকের সেই নারীরাই। 

সে সময় স্বস্তিকা বলেছিলেন, সাজসজ্জা থেকে আচরণ, সব কিছুতেই ইদানীং নারী-পুরুষ নির্বিশেষে কটাক্ষের শিকার হচ্ছেন এবং আমায় বেশি বিদ্রূপ করেন মেয়েরাই!

বিজ্ঞাপন


আরটিভি/এইচএসকে-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission