ইতিহাস গড়লেন শাহরুখ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ১১:২১ এএম


ইতিহাস গড়লেন শাহরুখ খান
ছবি: সংগৃহীত

ভারতীয় সুন্দরীরা অনেক আগে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়িয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। কিন্তু কোনো ভারতীয় পুরুষকে এই ফ্যাশনযজ্ঞে শামিল হতে দেখা যায়নি। এবার মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি হলো বলিউড ‘কিং’ শাহরুখ খানের হাত ধরে। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে এ ধরনের বিশ্বমানের ইভেন্টে অংশ নিলেন এই তারকা।

বিজ্ঞাপন

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টায় (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩০ মিনিট) নিউইয়র্কে শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা-২০২৫। 

২০২৫-এর মেট গালার লাল গালিচায় প্রথমবার হাঁটলেন বলিউডের কিং শাহরুখ খান। বাদশাহী স্টাইলে শাহরুখের মেট গালা অভিষেক আরও একবার কিং খানের ভক্তদের ফিরিয়ে নিয়ে গেল সেই নব্বইয়ের দশকের নস্টালজিয়ায়।

বিজ্ঞাপন

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে নতুন লুকে ধরা দিলেন বলিউড বাদশাহ। আপাদমস্তক কালো পোশাকে তিনি যেন ৩০ বছরের কোনো তরুণ তুর্কি। পরনে কালো স্যুট, কোমরবন্ধ আর কালো সিল্কের শার্টের সঙ্গে টেলকোট। শরীরে ভারী গহনার সমাহার ও দোসর হাতের ছড়ি। সেই সঙ্গে ভি-নেক শার্টের সামনে K লেখা পেনডেন্ট সকলের নজর কেড়েছে।

এভাবেই ক্লাসিক লুকে মেট গালার কার্পেটে ইতিহাস রচনা করলেন কিং খান। বিশেষ করে ভারতের প্রথম কোনো অভিনেতা (পুরুষ) মেট গালায় ইতিহাস সৃষ্টি করলেন। 

ঐতিহ্যবাহী এই জমকালো ফ্যাশন ইভেন্টে এবারের থিম ছিল  Superfine: Tailored for you। আর সেই থিমের সঙ্গে যেন পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের করা ডিজাইনের ড্রেসে শাহরুখ খান পারফেক্ট ‘বাংলার বাঘ’। 

বিজ্ঞাপন

shahrukh-2-20250506102035

বিজ্ঞাপন

বাঙালি শিল্পীর পোশাকে বলিউড বাদশাহর মধ্যে বাঙালিয়ানার ছোঁয়া মেট গালার রেড কার্পেটে যোগ করেছে বাড়তি গ্ল্যামার। ডিজাইনার সব্যসাচীর কথায়, এই বিশ্বের অন্যতম ফেমাস পুরুষ শাহরুখ খান।

এর আগে, এই ইভেন্টে অংশ নিতে রোববারই নিউইয়র্কে পৌঁছান কিং খান। এ সময় বিমানবন্দরে পাপারাজ্জিদের সঙ্গে সাক্ষাৎ হয় তার। দেখা হয় ফ্যানদের সঙ্গেও। আর নেটমাধ্যমে সেসব মুহূর্ত ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস অনুরাগীদের।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের টার্মিনালে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে হেঁটে আসছেন বলিউড বাদশাহ। তবে দেশে ফ্যানদের যে রকম স্রোত থাকে, সেখানে তেমনটা ছিল না। কিন্তু যারা ছিলেন, তারাই উষ্ণ অভ্যর্থনা জানান শাহরুখকে। কেউ হাত মেলান, কেউ করেন আলিঙ্গন। সাদা টি-শার্ট ও ধূসর জ্যাকেটে নায়ক ছিলেন একইরকম আকর্ষণীয়। 

আরটিভি/এমএ/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission