ঢাকাবুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

‘পরিকল্পনা করে প্রেম-ভালোবাসা হয় না’

আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৩২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয়। প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, বন্ধুবান্ধব, এমনকি মা-সন্তান বা ছাত্র-শিক্ষকের মতো বিভিন্ন সম্পর্কের মানুষ এই দিনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। দিনটিকে কেন্দ্র করে প্রিয় মানুষকে ঘিরে নানা পরিকল্পনা সাজায়। সেই কাতারে আছেন শোবিজ তারকারাও। 

বিজ্ঞাপন

1732022618_1

আড়াই বছরের প্রেম পর্ব শেষে গেল বছরের ১২ জানুয়ারি বিয়ে বন্ধনে আবদ্ধ হন লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানা ও অভিনেত্রী মৌসুমী হামিদ। বেশ আনন্দেই কাটছে তাদের সময়।

বিজ্ঞাপন

ভালোবাসা মানে কি জানতে চাইলে অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, আমার কাছে মনে হয় ভালোবাসা হলো আলাদা আলাদা একটা অনুভূতি। ভালোবাসা আসলে কোন সম্পর্কের নাম না। একান্তই ব্যক্তিগত অনুভূতির নাম ভালোবাসা। 

1732022692_1

ভালোবাসা দিবসের পরিকল্পা নিয়ে জানতে চাইলে মৌসুমী বলেন, আসলে তেমন কোন পরিকল্পনা নেই। আসলে বলে কইয়ে বা পরিকল্পনা করে কখনো প্রেম, ভালোবাসা হয় না। আমার আসলে কপালটাই কেমন। জীবনে একটা ভ্যালেন্টাইনস ডে-ও পালন করা হয়নি। সত্যি বলতে সেজেগুজে বিশেষ দিনে বাইরে ঘুরতে যাওয়ার পক্ষের মানুষ আমি না। ধরেন, আমার জামাই যদি আজ বলতো, ‘চলো বেবি ব্যাংকক ঘুরে আসি ভ্যালেন্টাইনস ডে-তে’। তাতে আমি আরও অখুশি হতাম। এরচেয়ে বরং টিএসসিটাই বেটার।

বিজ্ঞাপন

moushumi_hamid_130124_03

এমন বিশেষ দিনে আমি চাই, নিজেদের মধ্যে নিরিবিলি আরও সময় কাটাতে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের আরও বুঝতে চাই। একে অপরের পছন্দের খাবার তৈরি করে খাওয়াতে। নিজেদের গল্পগুলো শেয়ার করতে। কারণ, এমন দিনে এতো এতো মানুষ বাইরে বের হয়- আমি এসবে স্বস্তি বোধ করি না। তাই এমন দিনে বাইরে গিয়ে ফুসকা খাওয়ার চেয়ে, ঘরে বসে টমেটো সালাদ খাওয়ায় অনেক স্বস্তি। এতে করে ছোট ছোট মুগ্ধতাগুলো তৈরি হয় বলে আমার ধারণা। 

প্রসঙ্গত, গেল বছরের শুরুতে বিয়ে করেন মৌসুমী হামিদ। তার বর ঢাকার ছেলে আবু সাইয়িদ রানা। তিনিও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তবে ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। 

আরটিভি/এএ 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |