মালদ্বীপে মিমের অন্যরকম ভ্যালেন্টাইন্স ডে

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:০৪ পিএম


মালদ্বীপ মিমের অন্যররম ভ্যালেন্টাইন্স ডে
ছবি: সংগৃহীত

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয়। প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, বন্ধুবান্ধব, এমনকি মা-সন্তান বা ছাত্র-শিক্ষকের মতো বিভিন্ন সম্পর্কের মানুষ এই দিনে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করে। দিনটিকে কেন্দ্র করে প্রিয় মানুষকে ঘিরে নানা পরিকল্পনা সাজায়। সেই কাতারে আছেন শোবিজ তারকারাও। 

বিজ্ঞাপন

এবারের ভালোবাসা দিবসটি নানা আয়োজনে স্মরণীয় করে রাখলেন ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উদযাপন হচ্ছে ভালোবাসার এই বিশেষ দিনটি। আর তা ঘিরেই প্রিয়জনের সঙ্গে ব্যস্ততা এই নায়িকার। এদিন বেশ কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী; যা দেখে রীতিমতো ভালোবাসা প্রকাশ করেন তার ভক্তরা।

476792227_1207112144107709_2672516816237241003_n

বিজ্ঞাপন

বেশ কয়েকদিন ধরেই স্বামী সনি পোদ্দারকে নিয়ে মালদ্বীপ অবস্থান করছেন মিম। বলা বাহুল্য, মালদ্বীপের দৃষ্টিনন্দন সৈকত ও সেখানকার মোহনীয় পরিবেশে চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করেছেন মিম-সনি। 

477797099_1208290233989900_4643708076246489720_n

এদিকে, ভালোবাসা দিবসে মিম ও সনির যুগলবন্দি ফটোশ্যুট নজর কাড়ে সবার। এদিন অভিনেত্রীর পরনে ছিল লাল টপস। রঙ মিলান্তি রেখে চুলে বাঁধা লাল ফিতা; লো মেকআপ-এ আকর্ষণীয় লুকে নিজেকে ধরা দেন অভিনেত্রী। সঙ্গে হাতে হাত রেখে প্রিয়জনের সঙ্গে এক পা, দু পা, চার পা করে পাশাপাশি হাঁটছিলেন তারা। নীল সাগরের সৈকতে যে তাদের ভালোবাসার পায়ের ছাপ স্পষ্ট এঁকে দিয়ে এসেছেন, তা বলার বাকি রাখে না।

বিজ্ঞাপন

479955028_1208292113989712_8434004955050975503_n

সেই মুহূর্তগুলো ভাগ করে আবেগ ধরে রাখতে পারেননি মিম। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, সে তার মন চুরি করেছে! সঙ্গে তাকে জানালেন ভালোবাসা দিবসের শুভেচ্ছাও।

477191385_1207972767354980_1232623406191876276_n

শুধু তাই নয়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে খোলা আকাশের নিচে পূর্ণিমা উপভোগ করেন তারা। আর সেখানেই আয়োজন করেন ক্যান্ডেল নাইট ডিনারের।

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission