চলছে ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় এই উৎসবকে কেন্দ্র করে সবার মাঝেই দেখা যাচ্ছে এক ভিন্ন আমেজ। পরিবারের সাথে ঈদ করতে অনেকেই গিয়েছেন দেশের বাড়ি। পাশাপাশি এই ছুটিতে বাড়তি আনন্দ যোগ করতে টিভি চ্যানেল, ওটিটি, ইউটিউবে আসছে অনেক নতুন নাটক, ওয়েবফিল্ম শুরু করে নানান কন্টেন্ট। পাশাপাশি নিজেকে একটু সবার থেকে ভিন্ন করে সাজাতে নিচ্ছেন অনেকেই অনেক প্রস্তুতি। সবকিছু মিলিয়ে পিছিয়ে নেই শোবিজ তারকারাও।
ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান এবার ঈদ করেছেন আমেরিকায়। যেখান থেকে আরটিভিকে তিনি বলেন, আসলে সেভাবে তেমন কোন পরিকল্পা নেই ঈদ ঘিরে। আমেরিকায় কাছের কিছু মানুষ আছে তাদের সঙ্গেই ঈদ কাটছে।
ঈদের মজার স্মৃতি বলতে গেলে এই নায়ক বলেন, বাবা জুতা কিনে দিয়েছিল বালিশের নিচে নিয়ে ঘুমিয়েছিলাম আর বারা বার দেখছিলাম। শৈশবের পর বড় হওয়ার পরও ঈদের সালামির জন্য অপেক্ষা থাকত। বাবা লুঙ্গিতে ঈদ সালামি রেখে দিতাম। আমি কাছে গেলেই টাকা বের করে দিতেন। সব সময় বাবা আমাকেই সবচেয়ে বেশি সালামি দিতেন। কখনো যদি দেখা যেত, মা আগেই বেশি দিয়েছেন, তখন বাবার কাছে বায়না ধরতাম। বাবার কাছ থেকে সব সময় বেশি নিতাম। এগুলো মনে পড়েই কষ্ট লাগছে।
তিনি আরও বলেন, ঈদের দিন ঘুম থেকে উঠেই রেওয়াজ ছিল মায়ের হাতের রান্না করা সেমাই, ফিরনি, জর্দা খাওয়ার। মায়ের সঙ্গে খুবই ক্লোজ ছিলাম। সব সময় মায়ের সঙ্গে ঈদ করা হতো। দেখা যেত ঈদের সালামি নিয়ে মায়ের সঙ্গেও খুনসুটি করতাম। এখন মা-বাবা কেউ নেই। এখন দেখা যায়, ঈদের মধ্যে তেমন একটা বাইরে বের হওয়া হয় না। বাসায়ই আছি।
আরটিভি/এএ