অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ: মুখ খুললেন অভিনেতা শামীম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ১১:৩৩ পিএম


অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ: মুখ খুললেন অভিনেতা শামীম
ছবি: সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার (৬ মে) বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি এ অভিযোগ করেন। পরে রাত সাড়ে ৯ টার দিকে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কথা বলেন শামীম হাসান। অভিনেতার দাবি, প্রিয়াঙ্কা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন বিষয়টি সঠিক নয়।

বিজ্ঞাপন

শামীম হাসান বলেন, যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন। আমাদের মধ্যে কোন শত্রুতা নেই। গত পরশুদিন থেকে এই লটের শুটিং শুরু হয়েছে। সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এসময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে সেটা করো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতোটুকুই।

শুধু ধর্ষণের হুমকি নয়, শামীম হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা। এই বিষয়টি তুলে শামীম হাসান বলেন, মাদক সেবনের অভিযোগ আরও গুরুতর। আমাদের দোলনচাঁপা শুটিং হাউসে সব জায়গায় সিটিটিভি আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পাবে আমি মিডিয়া ছেড়ে দেবো।

বিজ্ঞাপন

এ ছাড়া অভিনেত্রী গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, আমার ক্যারিয়ার আজ ১০ বছর হলো। আমার অভিনয় জীবনে আমি কারও ওপর হাত তুলিনি। তাহলে তিনি এমন অভিযোগ করেন কী করে। আমার বাসায় আমার মা-বোন আছে। এ ছাড়া আমি কদিন আগেই বিয়ে করেছি। বিবাহিত এই জীবনে এমন অভিযোগ যে একেবারেই মিথ্যা তা সবাই তো বুঝতে পাবরে।

প্রশ্ন রেখে শামীম বলেন, তিনি যদি সেক্সুয়ালি হ্যারেজমেন্টের শিকারই হয়ে থাকেন তাহলে এই ঘটনা ঘটবে আমাদের আনোয়ার ভাইয়ের সঙ্গে। কারণ, তিনি তার সঙ্গেই টিকটক করছিলেন। আমার সঙ্গে তো এমন ঘটনা ঘটনার কথা না। তাহলে তিনি আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুললেন কীভাবে?

পরবর্তী পদক্ষেপ নিয়ে শামীম বলেন, একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। আগে আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলে যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শেলি আহসান, অভিনেতা ও নির্মাতা সহীদ উন নবীসহ শুটিং ইউনিটের অনেকে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission