চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে কনটেন্ট ক্রিয়েটর রাকিব, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ জুলাই ২০২৫ , ০৪:৫১ পিএম


চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে কনটেন্ট ক্রিয়েটর রাকিব, যা জানা গেল
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান। পেটে ইনফেকশন থাকায় চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন রাকিব হাসানের ভাই এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্ট এর জনপ্রিয় অভিনেতা খায়রুল ইসলাম। রাকিবের অসুস্থতা নিয়ে শুক্রবার (৪ জুলাই) একটি ফেসবুক স্ট্যাটাস দেন তিনি।

বিজ্ঞাপন

দুটি ছবিতে দেখা যাচ্ছে, অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন রাকিব এবং তার ভাগ্নে সাকিব। ক্যানোলা করা দুজনের হাতেই চলছে স্যালাইন।
 
ক্যাপশনে খায়রুল লেখেন, কিছুদিন ধরে রাকিব ভাই এবং সাকিব দুজনই পেটের ব্যথায় ভুগছিল। বিষয়টা গ্যাসের ব্যথা মনে করে এড়িয়ে গেলেও হটাৎ দুইজনেরই ভয়ানক পেট ব্যথা শুরু হয়।

1751650012_5175a0a9cacf7b4f5698
 
খায়রুল আরও বলেন, এ অবস্থায় দুইজনকে রাত ১টায় খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আলহামদুলিল্লাহ এখন তারা দুইজনই কিছুটা সুস্থ আছে।
 
এরপরই খায়রুল লেখেন, পেটে ইনফেকশন থাকার কারণে তাদেরকে কর্তব্যরত চিকিৎসকেরা গভীর পর্যবেক্ষণে রেখেছেন। সবাই দোয়া করবেন যেন তাদেরকে আল্লাহপাক দ্রুত শিফা দান করেন।

বিজ্ঞাপন

২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে একটি ইউটিউব চ্যানেল দিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন রাকিব। জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাকে হাস্যরসে উপস্থাপন করে অল্প সময়েই সবার পরিচিত মুখ হয়ে ওঠেন। কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি রয়েছে রাকিবের।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission