তার জন্যই নাকি সুপারস্টার হতে পেরেছেন ‘বলিউড বাদশা’-খ্যাত শাহরুখ খান। এমন মন্তব্য করলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। এই গায়ক বলেন, ‘আমি কণ্ঠ দিয়ে সুপারস্টার তৈরি করি। যতদিন পর্যন্ত আমি শাহরুখ খানের জন্য গান গেয়েছি, ততদিন তিনি সুপারস্টার ছিলেন। যখন থেকে আমি শাহরুখের জন্য গান গাওয়া বন্ধ করেছি, তখন থেকেই শাহরুখের ক্যারিয়ার নিম্নমুখী।’
এখন আর নিজেকে বলিউডের অংশ বলে মনে করেন না এই গায়ক। তিনি বলেন, ‘আমি বলিউডের অংশ নই, এর চেয়ে নিজেকে সঙ্গীত জগতের অংশ বলতে বেশি ভালো লাগে।’
শাহরুখের জন্য এখন আর গান করেন না অভিজিৎ। তিনি বলেন, ‘সামান্য একটা কারণেই শাহরুখের জন্য গাওয়া বন্ধ করে দিয়েছি। ‘ম্যায় হুঁ না’ ছবির শেষ দৃশ্যে স্পটবয় থেকে শুরু করে ছবির সঙ্গে যুক্ত সকলকেই দেখানো হয়েছিল। বাদ গিয়েছিলেন শুধু গায়করা।’
তিনি আরও বলেন, ‘ওম শান্তি ওম সিনেমায়ও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সবাই ধুম তানা গানটা গাইছিল, যা কিনা আমার গলায়। কিন্তু কোথাও তা উল্লেখ পর্যন্ত করা হয়নি। ওই ঘটনায় আমার আত্মসম্মানে আঘাত লেগেছিল। কিন্তু যেচে আমার নাম যোগ করতে বলতে যাব কেন? আমার মধ্যে তো কোনও কমতি নেই। তা হলে আমি ওদের সামনে হাত পেতে দাঁড়াবো কেন?’
আরও পড়ুন :
পিআর/জেএইচ