ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

‘প্রধানমন্ত্রী সত্যিই আপনি অসাধারণ’

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ , ০৪:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

‘মাননীয় প্রধানমন্ত্রী আজ তার কার্যালয়ে ডেকে নিয়ে বাবার অবস্থা সম্পর্কে জানলেন। দায়িত্ব নিলেন। আমাদের পাশে আছেন বললেন। সত্যি কান্নায় আবেগ ধরে রাখতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী সত্যি আপনি অসাধারণ। আপনার তুলনা আপনি। আপনার দীর্ঘায়ূ কামনা করি।’- এভাবেই মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুকে লিখলেন বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান।

বিজ্ঞাপন

গত রোববার ব্রেন স্ট্রোক করেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম ফোনে আমজাদ হোসেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রধানমন্ত্রী আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেন।

বিজ্ঞাপন

আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান মঙ্গলবার দুপুরে আরটিভি অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রী আমার বাবার অসুস্থতার খবর জানতে পেরেছেন। তিনি আমজাদ হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চান। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দ্রুত গণভবনে যাই। এ সময় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমও ছিলেন সেখানে। এছাড়া ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক ছিলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় আমরা মুগ্ধ। তিনি নিজ থেকেই পত্রিকায় খবর পড়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

বিজ্ঞাপন

আমজাদ হোসেনকে ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।

আরও পড়ুন :

পিআর/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |