দুই দিনের দুনিয়ায় সবই মিথ্যা। পৃথিবীতে কেউ কারো নয়। সবাই স্বার্থের জালে বন্দি। এরপরও মোহে পড়ে ধন, সম্পদ, পরিবারের মিছে মায়ায় জগতের সবাই অর্থ বিত্ত ও শান্তি নামক মরীচিকার পেছনে ছুটে চলে। কিন্তু জীবনের মানে একেক জনের কাছে একেক রকম।
এক জীবনে সম্পদ, সুখ আর শান্তি হচ্ছে সোনার হরিণের মতোই। কারো সুখ আছে সম্পদ নেই, আবার কারো সম্পদ আর প্রতিপত্তি থাকলেও সুখ নেই-” সংসার ও পারিবারিক টানাপোড়েনের এমন গল্প নিয়ে সোহেল আরমান নির্মাণ করলেন একক নাটক ‘মিছে মায়া’। পরিচালনার পাশাপাশি এটি রচনাও করেছেন তিনি।
এনিগমা মাল্টিমিডিয়া প্রযোজিত নাটকটি উত্তরা এবং মানিকগঞ্জের লোকেশানে শুটিং শেষে বর্তমানে সম্পাদনার টেবিলে আছে। এ ব্যাপারে সোহেল আরমান বলেন, তথাকথিত ট্রেন্ডি নাটক থেকে এটা সম্পূর্ণ ভিন্ন। আমরা চেষ্টা করেছি পরিবার নিয়ে দেখার মতো একটি গল্প নিয়ে কাজটি করতে। তথাকথিত ভিউয়ের বাইরে গিয়ে এনিগমা টিভির সিইও ফাহমিদুল ইসলাম শান্তনু ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই। কারণ তার কথা একটাই পরিবার নিয়ে দেখার মতো একটি নাটক বানান যেন ঈদে এনিগমার দর্শক তৃপ্তি পায়। তেমন ভাবনা থেকেই ‘মিছে মায়া’ নাটকটি নির্মাণ করেছি।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া অর্পা, শিবলী নোমান, লিমা, আযম, সুস্মিতা শারমিন, সূচনা শিকদার প্রমুখ।
আসন্ন ঈদুল ফিতরের বিশেষ আয়োজনে ঈদের দিন রাত সাড়ে আটটায় নাটকটি ওটিটি চ্যানেল এনিগমা টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা সোহেল আরমান।
আরটিভি/এএ