ঢাকাবুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের থিয়েটারে ‘যদি একদিন’

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র

সোমবার, ০৬ মে ২০১৯ , ০৪:৪৬ পিএম


loading/img

যুক্তরাষ্ট্র মিশিগান ফার্মিংটন সিভিক থিয়েটারে প্রদর্শিত হলো সিনেমা ‘যদি একদিন’।

বিজ্ঞাপন

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি গত ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায় তারই ধারাবাহিকতায় ডেট্রয়েট ফার্মিংটন সিভিক থিয়েটারে প্রদর্শিত হলো সিনেমাটির সর্বশেষ শো।

আমেরিকায় ‘যদি একদিন’ ছবিটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মস।। তাহসান-শ্রাবন্তী জুটি অভিনীত সিনেমাটি মুক্তির পর সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেমা ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা বেশ প্রশংসা করেন।

বিজ্ঞাপন

ছবির গল্প একটি পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে বাবা-মেয়ের অন্যরকম স্নেহ-ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমায় বাবা ফয়সালের চরিত্রে অভিনয় করেছেন তাহসান ও মেয়ে রূপকথার চরিত্রে আফরীন শিখা রাইসা। বিশেষ করে শিশুশিল্পী রাইসার অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনেকেই।

মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাবেরী আলম, রানী আহাদ, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশারসহ অনেকে।

জিএ/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |