'যদি একদিন' চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন তাসকিন রহমান। ছবিতে তাহসান, শ্রাবন্তীর সঙ্গে তাসকিনের অভিনয়ে মুগ্ধ দর্শক। ছবির দ্বিতীয় ভাগে আগমন তার। এরপর শেষ দৃশ্য পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ছিল প্রতিটি মুহূর্ত। এবার সেই অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেলেন এই অভিনেতা।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস (বিবিএফএ)’-এর প্রথম আসর। গেল ২১ অক্টোবর রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে দুই বাংলার শিল্পীদের মেলা বসেছিল।
এ ক্ষেত্রে বিচার্য ২০১৮ সালের জুন থেকে চলতি বছরের (২০১৯) জুন পর্যন্ত ভারত ও বাংলাদেশে মুক্তি পাওয়া সিনেমাগুলো। আর সেখানেই এই পুরস্কারটি জিতে নিলেন তিনি। এবারের বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন তাসকিন রহমান ও বিদ্যা সিনহা মিম (বাংলাদেশ), রুদ্র নীল রায় ঘোষ, আবীর চ্যাটার্জি ও নবনী (ভারত)।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত 'যদি একদিন' ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।
আরও পড়ুন
এম