• ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
logo

ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ আগস্ট ২০১৯, ১২:৫৯
গ্লোবাল সিনেমা ফেস্টিভাল বাংলাদেশের ছবি

ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সিনেমা ফেস্টিভাল। অনুষ্ঠিতব্য পাঁচ দিনের আয়োজনে বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হবে। মোট ৩৬টি পূর্ণদৈর্ঘ্য ও ২৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে উৎসব শুরু হবে আগামী ২১ আগস্ট।

উৎসবের জন্য বাংলাদেশ থেকে নির্বাচন করা হয়েছে রেজাউর রহমান খান পিপলু নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুফিল্ম ‘হাসিনা: অ্যা ডটারস টেল’, ১১ নির্মাতার চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ ও হাসিবুর রেজা কল্লোল নির্মিত ‘সত্তা’ ছবিটি।

তিনটি ছবি প্রদর্শিত হওয়ার পাশাপাশি বাংলাদেশের আরও একজন অভিনেতা ও অভিনেত্রীর ছবি সেখানে প্রদর্শিত হবে। আরেফিন শুভর টালিউড ছবি ‘আহারে’ ও জয়া আহসান অভিনীত ছবি ‘কণ্ঠ’ প্রদর্শিত হবে এই উৎসবে।

উৎসবের সমন্বয়ক প্রেমেন্দ্র মজুমদার জানান, বাংলাদেশের অবস্থান আমার কাছে অন্যরকম। এ কারণে সেখানের তিন ঘরানার তিনটি ছবি আমরা নির্বাচন করেছি। একটি রাজনৈতিক প্রামাণ্যচিত্র, একটি আর্টফিল্ম ও একটি কমার্শিয়াল ছবি।

এছাড়াও ২২ আগস্ট উৎসবের দ্বিতীয় দিন ফ্যাশন শোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। উৎসবে বাংলাদেশ ভারত নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ, রবীন্দ্র ভবন ও নিউ সিনেমাতে থাকবে মূল আয়োজন।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে, আশা ক্যাডম্যানের
বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারত-চীনকে বাঁধ নির্মাণে পরিবেশ উপদেষ্টার আহ্বান  
দুই বছরের মধ্যে দিল্লিকে ‘বাংলাদেশি’ মুক্ত করব: অমিত শাহ
ভারতের এজেন্টরা এখনও ষড়যন্ত্র করছে: এম এ মালেক