• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

উত্তাপ ছড়ালেন সুস্মিতা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪১
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন উত্তাপ
সুস্মিতা সেন

সমুদ্রের ঝিরিঝিরি হাওয়া, পেছনে উত্তাল জলরাশি আর সঙ্গে প্রেমিক এমন পরিবেশে কোনও প্রেমিকার স্থির না থাকার কথা। আর তাই করলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

প্রেমিকের কোলে শুয়ে যেন অজানায় হারিয়ে যাচ্ছেন তিনি। আজ নিজের ইন্সটাগ্রাম আইডিতে প্রেমিক রোহমান শোলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবি দেখে মনে হচ্ছে বেশ ফুরফুরে মেজাজে আছেন সুস্মিতা।

গার্লফ্রেন্ডের পরনে কালো রঙের বিকিনি। তাইতো রোহমান ম্যাচিং করে পরেছেন সাদা রঙের টাইট টি-শার্ট। চোখে রোদচশমা। দুজনের শরীরী ভাষা ইঙ্গিত দিচ্ছে গভীর কোনও রসায়নের।

সুস্মিতার আপলোড করা ছবির নিচে রোহমানও কমেন্ট করেছেন। ভক্তরাও বেশ খুশি মনে কমেন্ট করছেন।

এমনিতে রোহমানকে নিয়ে সুস্মিতার কোনও লুকোচুরি নেই। সম্পর্কের শুরু থেকে তাকে নিয়ে ইনস্টাগ্রাম পোস্ট, সেলিব্রেশন সবই চলেছে। সুস্মিতার বয়স ৪২। আর রোহমানের ২৭। পনেরো বছর বয়সের ব্যবধান কোনও দিন বাধা হয়নি। বরং দিন যত যাচ্ছে সম্পর্ক গভীর হচ্ছে। তবে কবে বিয়ে করবেন তারা এ বিষয়ে কিছু জানা যাচ্ছে না।

শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বলিউডে ফিরবেন ‘দিলবার গার্ল’ খ্যাত এই নায়িকা।

জিএ/এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুভ্র পোশাকে উত্তাপ ছড়ালেন রুনা খান
বাজেট প্রস্তাবের পরদিনই বাজারে পণ্যের দামে উত্তাপ
নতুন লুকে উত্তাপ ছড়ালেন রুনা খান
চোখ-মুখ-ঠোঁট ফুলে গেছে, কী হয়েছে উরফির