ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেলেন তারা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ০২:৫৮ পিএম


ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেলেন তারা
ছবি: কোলাজ

বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানিয়ে সাত দশক ধরে অনুষ্ঠিত হচ্ছে ফিল্মফেয়ার পুরস্কার। এটি দেয়া হয় মুম্বাইয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আয়োজনটির গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা ক্রমেই বেড়েছে। এটি ছড়িয়েছে বিভিন্ন অঞ্চলের চলচ্চিত্র শিল্পেও। গত কয়েক বছরে এই পুরস্কারের গণ্ডি বড় হয়েছে। ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রির জন্যও চালু হয়েছে আলাদা আয়োজন। ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-এর মাধ্যমে বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে কলকাতায়, ১৮ মার্চ। 

বিজ্ঞাপন

এই আয়োজনে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের। টালিউডে বাংলাদেশের অভিনয়শিল্পীরাও নিয়মিত কাজ করেন। সে সূত্রে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে জায়গা পান তারাও। গত বছর তালিকায় ছিলেন এ দেশের পাঁচ শিল্পী। তবে এবার কমেছে সে সংখ্যা। গত ১০ তারিখ বিকেলে প্রকাশিত জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। দেখে নেওয়া যাক, কে কোন সিনেমার জন্য মনোনয়ন পেলেন। 

জয়া আহসান

বিজ্ঞাপন

ফিল্মফেয়ারের মঞ্চে জয়া আহসানের উপস্থিতি নতুন নয়। যেহেতু অনেক বছর ধরে টালিউডে নিয়মিত কাজ করছেন তিনি, ফলে প্রায় প্রতিবছর মনোনয়ন তালিকায় তার নাম থাকে। গত বছরও ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। অর্ধাঙ্গিনীর জন্য পুরস্কারও ঘরে তুলেছিলেন। 

476925209_18264317071281767_8310800065612053357_n

এ পর্যন্ত ফিল্মফেয়ারে চারবার পুরস্কৃত হয়েছেন জয়া। এবার তার সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। এবারের আসরে ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ের জন্য জয়া মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)। 

বিজ্ঞাপন

 মোশাররফ করিম

image-163121-1642765852

মোশাররফ মনোনয়ন পেয়েছেন ‘হুব্বা’য় অভিনয় করে। ব্রাত্য বসু পরিচালিত এ সিনেমায় হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এ বিভাগে মোশাররফ, চঞ্চলের সঙ্গে আরও আছেন আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ) ও পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)।

চঞ্চল চৌধুরী

3af9c10107fa999fb2fa7eb218051427-655df247f3f90

চঞ্চল চৌধুরী ও মোশাররফের নাম এসেছে একই বিভাগে—সেরা অভিনেতা (সমালোচক)। অর্থাৎ দুজনের যে কেউ পুরস্কারটি পেতে পারেন। প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টালিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার এবারের আসরে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। তবে মূল বিভাগে জায়গা হয়নি তার, তিনি মনোনয়ন পেয়েছেন সমালোচক বিভাগে। 

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission