দুনিয়া মাতানো ‘বেলা চাও’-এর অনুপ্রেরণায় সায়েরা রেজার ‘আলো দাও’

আরটিভি নিউজ

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:১৭ পিএম


দুনিয়া মাতানো ‘বেলা চাও’-এর অনুপ্রেরণায় সায়েরা রেজার ‘আলো দাও’
ছবি: সংগৃহীত

দেশচেতনার গান ‘আলো দাও’ নিয়ে এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন  সঙ্গীতশিপ্লী সায়েরা রেজা। পহেলা ফেব্র“য়ারি নিজের জন্মদিনে একটি নব জাগরণের গান উপহার দিলেন তিনি। 

বিজ্ঞাপন

‘বেলা চাও’ একটি প্রতিবাদী ও বিপ্লবী গান। ঊনিশ শতকে ইতালির নারী শ্রমিকেরা তাদের স্বল্প মজুরী, দীর্ঘসময় ধরে কাজ করানোসহ নানা অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ গানটি প্রথম গেয়েছিলেন। পরবর্তীতে এ গানটি ইতালিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রধান সঙ্গীত হয়ে ওঠে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, ১৯৪৩ এবং ১৯৪৫ সালে হিটলার-মুসোলিনির অত্যাচারের বিরুদ্ধে গানটি প্রায় একটি জাতীয় সঙ্গীতের মর্যাদায় উত্তীর্ণ হয়। কালক্রমে ‘বেলা চাও’ হয়ে ওঠে বিপ্লব ও প্রতিবাদের আন্তর্জাতিক ভাষা। সম্প্রতি নেটফ্লিক্স এ ‘মানি হাইস্ট’ সিরিজে গানটি ব্যবহৃত হলে তা বিশ্বব্যাপী আলোড়ন তোলে। এ পর্যন্ত ৪৮ টি ভাষায় এ গানটি করা হয়ে থাকলেও  সায়েরা রেজার কণ্ঠে বাংলায় এটিই প্রথম।  

আদিব কবিরের জেন-জি ধারার মিউজিকে, গানটির কথা লিখেছেন এ সময়ের জনপ্রিয় কবি ও লেখক কাজী জহিরুল ইসলাম। যেখানে মানুষের চেতনা এবং বিপ্লবপরবর্তী জনমনের আকাঙ্খা দারুণভাবে প্রতিফলিত হয়েছে। 

বিজ্ঞাপন

ঐক্য, মানবতা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং আলোর পথে বাংলাদেশের এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় উচ্চারিত হয়েছে বাংলা লিরিকে। সায়েরা রেজার দরাজ কণ্ঠ গানটিতে নব জাগরণ ও জাতীয় সংহতির চেতনাকে পুরোপুরি ফুটিয়ে তুলেছে। 

‘বেলা চাও’ এবং ‘আলো দাও’ দুটি লিরিকের ফিউশন গানটিকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।

আরটিভ/ এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission