ঢাকাশনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

জেমসকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০১:২৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

প্রিন্স মাহমুদ। পরিচিতির জন্য যেন নামটাই যথেষ্ট। কিংবদন্তি এই গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকের নগরবাউল জেমসের সঙ্গে একাধিক গান হয়েছে। তার মধ্যে ‘মা’, ‘বাবা’ ও ‘বাংলাদেশ’ শিরোনামের গানগুলো আজও এখনও মানুষের মুখে মুখে ঘুরে-ফিরছে। শ্রোতারাও চান প্রিন্স-জেমস জুটির গান বারবার আসুক। এবার তাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনই আভাস দিয়েছেন বহু কালজয়ী গানের এই সুরস্রষ্টা।

বিজ্ঞাপন

গণমাধ্যমকে তিনি বলেন, গান নিয়ে বর্তমানে আমার তুমুল ব্যস্ত সময় যাচ্ছে। এর মধ্যেই জেমসকে নিয়ে নতুন গানের পরিকল্পনা চলছে। তবে সেটি এখনও প্রাথমিক অবস্থায় আছে। বিস্তারিত জানাতে সময় লাগবে। 

জানা গেছে, জেমস দেশ-বিদেশের কনসার্ট ও প্রিন্স মাহমুদ ব্যস্ত আছেন নতুন সৃষ্টিতে। এ অবস্থায় সবার ধারণা, এই দুই তারকা একসঙ্গে বসলেই মিলবে নতুন গানের খবর।

বিজ্ঞাপন

এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে চিত্রনায়ক সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’। এই সিনেমার চারটি গানেরই সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ।

সে প্রসঙ্গে তিনি বলেন, একই সিনেমার সব গানের দায়িত্ব এর আগে নেওয়া হয়নি। এটিও একটি ভালো অভিজ্ঞতা। তবে গানগুলো দারুণ হয়েছে। আশা করি, শ্রোতাদের কাছে ভালো লাগবে।

এর আগে, শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায় ‘ঈশ্বর’ ও ‘রাজকুমার’ সিনেমার ‘বরবাদ’ ও ‘মা’ গানের সুর-সংগীত করে সিনেমাপ্রেমীদের তুমুল প্রশংসা পান প্রিন্স মাহমুদ। তার রেশ কাটতে না কাটতেই ‘জংলি’ সিনেমার গানের সংগীত পরিচালনা করলেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |